Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, দিল্লিতে মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন, এখানে।
Fact
ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ‘DBC NEWS’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ আগস্ট ‘বাবার মতো জীবন দিতেও প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ২ মিনিট ৩৭ সেকেন্ড অংশ থেকে ৩ মিনিট ৪ সেকেন্ড অংশের হুবুহু মিল রয়েছে।
পরবর্তীতে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৩ সালের ২ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমি আপনাদের ভালোবাসা নিয়েই আছি, আমিও আপনাদের মন থেকে ভালোবাসি। একজন মানুষ তার আপনজনকে হারানোর শোক সইতে পারে না, আর আমি একই দিনে পরিবারের সবাইকে হারিয়েছি। বাংলাদেশের মানুষই আমার সংসার। দেশের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো রক্ত দিতেও আমি প্রস্তুত।”
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের নয়।
সুতরাং, ২০২৩ সালে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে দিল্লিতে গণমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Our Sources
DBC News
Daily Ittefaq