Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিওতে দাবি করা হয় যে, ভারত থেকে শেখ হাসিনা এই প্রথম সরাসরি কথা বলেছেন। ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী ও আমার বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনযাপন করছেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের প্রতি”।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৮ এপ্রিল “PM Modi & Bangladesh PM Sheikh Hasina at the Joint Press Statements in New Delhi” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের সাথে মিলে যায়। তবে দৃশ্যের মিল থাকলেও দুই ভিডিওর অডিওর মধ্যে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়।
মূল ভিডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায়। কিন্তু, কোথাও তাঁকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে শোনা যায় না। অর্থাৎ, টিকটকে প্রচারিত ভিডিওটিতে প্রযুক্তির মাধ্যমে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের আসল অডিও বাদ দিয়ে ভিন্ন একটি অডিও সংযোজন করা হয়েছে।
তাছাড়া, সে সময়কার সফরটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৭ সালের ৮ এপ্রিল প্রকাশিত “India – Bangladesh Joint Statement during the State Visit of Prime Minister of Bangladesh to India (April 8, 2017)” শিরোনামের যৌথ বিবৃতিটিও পাওয়া যায়।
উক্ত যৌথ বিবৃতি থেকে জানা যায়, ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, পরিবহণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি–সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, এর আগেও শেখ হাসিনার নামে একাধিক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেগুলো আমরা বিভিন্ন এআই শনাক্তকরণ টুলের মাধ্যমে পরীক্ষা করেছি। তবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় ওই অডিওগুলোর সত্যতা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি।
সুতরাং, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
Our Sources
Narendra Modi’s Official YouTube Channel
MEA India
Sayeed Joy
June 10, 2025
Sayeed Joy
June 5, 2025
Sayeed Joy
May 23, 2025