Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিন পেয়েছেন।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উক্ত ভিডিওটি viralbd2024 নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ নভেম্বরে “ব্যারিস্টার সুমন সহ আওয়ামী নেতাদের আদালতে নেওয়া হচ্ছে” শিরোনামে প্রকাশিত এক ভিডিওতে পাওয়া যায়।
তাছাড়া, বিষয়টি নিয়ে অনুসন্ধান করে গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন প্রাপ্তির কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, বিডিনিউজ২৪-এর ওয়েবসাইটে ১৭ সেপ্টেম্বর প্রকাশিত “‘ভালো থাকুক বাংলাদেশ’, কারাগারে যাওয়ার আগে ব্যারিস্টার সুমন”, শিরোনামের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট এক শ্রমিক হত্যা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ইত্তেফাক এবং কালের কণ্ঠও৷
অর্থাৎ, ব্যারিস্টার সায়েদুল হক সুমন এখনো কারাগারেই রয়েছেন এবং প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি মিথ্যা।
Our Sources
BDNews24
Ittefaq
Kalerkantho
Viralbd2024 YouTube
Sayeed Joy
August 16, 2024
Rifat Mahmdul
January 25, 2024
Rifat Mahmdul
March 20, 2023