শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkমৃত গবাদিপশুর ছবিটি সিলেটের বন্যার নয়

মৃত গবাদিপশুর ছবিটি সিলেটের বন্যার নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পানিতে মৃত গবাদিপশু পরে থাকার একটি ছবিকে সিলেটে সম্প্রতি বন্যার ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল এই ছবিটি সিলেটের বন্যার নয়।

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে patricia mukhim নামের একটি টুইটার অ্যাকাউন্ট হতে গত ১০ জুনে প্রকাশিত একটি টুইটে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ভারতের উত্তর-পূর্ব অঞ্চল ভিত্তিক সংবাদমাধ্যম North East Now – এ গত ১০ জুন “Meghalaya: Floods, landslides wreak havoc in Garo Hills” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

সিলেট

মূলত ছবিটি ভারতের মেঘালয়ে গত ১০ জুনে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে গারো পাহাড় অঞ্চলে কিছু গবাদিপশুর মৃত্যুর ঘটনার একটি ছবি।

Read More: এটি সিলেটের কোনো ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য নয়

Conclusion

ভারতের মেঘালয়ে বন্যায় মৃত গবাদিপশুর ছবিকে সিলেটে বন্যার ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Result – False

O

Our Sources
A Photo Posted by a Twitter user Patricia mukhim on 10 June 2022
A report published by Northeast Now on 10 June 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular