Claim
পুরো বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল
Fact
ভিডিওতে থাকা একাধিক ছবিগুলো গত ২ ডিসেম্বরে ঘটা বাংলাদেশে ভূমিকম্পের নয় বরং ভিন্ন ভিন্ন সময়ের একাধিক দেশের ভূমিকম্পের ক্ষতির পরের দৃশ্য
গত ২ ডিসেম্বর (শনিবার) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কুমিল্লায় একটি গার্মেন্টস কারখানার কর্মীরা দ্রুত নিচে নামতে গিয়ে অন্তত ৮০ জন আহত হন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে ফাটল দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। এরই মাঝে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে উক্ত ভূমিকম্পকে কেন্দ্র করে একাধিক ভবন ধ্বসের ছবি প্রচার করা হয়েছে। এমন কিছু প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা অনুসন্ধান শুরু করি এবং এতে প্রাপ্ত সকল ছবিই গত ২ ডিসেম্বরে ঘটা ভূমিকম্পের নয় বরং ভিন্ন ভিন্ন সময়ে একাধিক দেশে ঘটা ভূমিকম্পের পর ক্ষতির দৃশ্য।
ছবি ১
প্রথম ছবিটি অনুসন্ধান করে ২০১৫ সালে দ্যা গার্ডিয়ান এবং দ্যা ওয়ার্ল্ডে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত এটি নেপালে ২০১৫ সালে সংঘটিত হওয়া ভূমিকম্পের পরের একটি ভবন ধ্বসের ছবি।
ছবি ২
দ্বিতীয় ছবিটিও ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের সময়কারের। দ্যা ইকোনোমিক টাইমসে সে সময়ে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবি ৩
ভিডিওতে থাকা তৃতীয় ছবিটিও ২০১৫ সালের নেপালের ভূমিকম্পের সময়ের। ভয়েজ অব আমেরিকাতে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবি ৪
চতুর্থ ছবিতে রাস্তা ভাঙার একটি ছবি ব্যবহার করা হয়েছে যা গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিবেদনের স্টক ফটো হিসেবে ব্যবহার হয়ে আসছে।
তাছাড়া, স্টক ইমেজ এর ওয়েবসাইট iStockPhoto তে ছবিটি খুঁজে পাওয়া যায় যেটি ২০১৩ সালে সেখানে আপলোড করা হয়েছিলো। পাশাপাশি বিবিসির একটি প্রতিবেদনেও ছবিটি পাওয়া যায়। তবে উক্ত ছবিটির স্থান এবং সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়নি।
Read More: নেপাল-ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার
ছবি ৫
তালিকার সর্বশেষ পঞ্চম ছবিটি গত ফেব্রুয়ারিতে তুরষ্কে ঘটা ভূমিকম্পের ছবি। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়।
Conclusion
ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন দেশের ভুমিকম্পের ছবিকে গত ২ ডিসেম্বরে ঘটা বাংলাদেশের ভূমিকম্পের সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Manab Zamin
The World
The Guardian
Economic Times
Voice of America
iStock Photo
BBC
Al Jazeera
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।