Claim
উগান্ডায় এক মেয়ে প্রকাশ্য কোরআন শরীফ কে লাথি মারে যার ফলে তার পা গরুর মত হয়ে যায়
Fact
এটি অভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করার উদ্দেশ্যে সে গরুর পা ও লেজ লাগিয়েছে এবং সে উগান্ডার নয় বরং সে তানজানিয়ার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে উগান্ডায় এক মেয়ে প্রকাশ্য কোরআন শরীফ কে লাথি মারে যার ফলে তার পা গরুর মত হয়ে যায়। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে নাইজেরিয়ান সংবাদ পোর্টাল Mandynews এ গত ২২শে জুন “NEWSFake Video Claims Tanzania Woman Turns Into Cow” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অধিকতর তদন্তে জানা যায়, গরুর পা ও লেজ সহ মহিলার ফুটেজটি মঞ্চস্থ করা হয়েছিল।
এছাড়া, নাইজেরিয়ান সংবাদ পোর্টাল Prnigeria এ গত ১৭ জুন “ব্যভিচারের জন্য তানজানিয়ান মহিলার কি গরুর মত লেজ, পা হয়েছিল” শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
Conclusion
তানজানিয়ায় এক মহিলা কর্তৃক অভিনয়ের উদ্দেশ্যে মঞ্চস্থ করার ভিডিওকে উগান্ডায় এক মেয়ে প্রকাশ্য কোরআন শরীফ কে লাথি মারে যার ফলে তার পা গরুর মত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।