Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে বলেছেন “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত”।
এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সাথে একটি টকশোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়। এটির সূত্র ধরে ‘DW বাংলা টকশো’ নামের ইউটিউব চ্যানেলে গত ২৩ ফেব্রুয়ারি ‘মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। তবে উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, সেখানে কোথাও ড. মুহাম্মদ ইউনূসকে “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত” শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি।
তাছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গত ০৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। ভিডিওটির প্রকাশের তারিখ (২৩ ফেব্রুয়ারি) অনুযায়ী এটি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ভিডিও।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচারিত মন্তব্যটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত” শীর্ষক মন্তব্য করেছেন বলে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
Result: False
Our Sources
DW বাংলা টকশো YouTube
Bangladesh Sangbad Sangstha
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।