বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkসরকারি মদের দোকান দাবিতে বিকৃত ছবি প্রচার

সরকারি মদের দোকান দাবিতে বিকৃত ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সরকারি মদের দোকান” দাবিতে একটি মদের দোকানের ব্যানারের ছবি ছড়িয়ে পরে। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর ছবির পাশপাশি আওয়ামী লীগ এর দলীও প্রতিক লক্ষ্য করা যায়।

মদের
Screenshot facebook post

নিউজচেকার যাচাই করে দেখেছে ছবিটি প্রযুক্তিগত সহায়তায় বিকৃত করা।

Fact check / Verification

রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশি সংবাদমাধ্যম জাগো নিউজ ২৪ এ “ভাইরাল মদের দোকানের সেই সাইনবোর্ড নামালো প্রশাসন” শিরোনামে গত ০৯ মার্চে প্রকাশিত প্রতিবেদনে হবুহু ব্যানারের ছবিটি পাওয়া যায়। তবে সেই ছবিতে দলীও লগো এবং প্রধানমন্ত্রীর ছবি পাওয়া যায়নি।

Screenshot Jagonews24 report

এছাড়া, একই এলাকার একজন নেটিজেন ফেসবুকে ব্যানারটির আসল ছবি প্রকাশ করলে দেখা যায় মূল ব্যানারটিতে এমন কিছুই নেই।

জাগোনিউজকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম জানান, ‘বিষয়টি নজরে আসার পর সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। তবে, কেউ ইচ্ছা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক ছবি ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।’

Read More: ‘বাসে অর্ধেক ভাড়া দাবি’ আন্দোলনের ছবিকে বিকৃত করে প্রচার

Conclusion

অনুমোদিত মদের দোকানের একটি সাইনবোর্ডের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং দলীয় প্রতীক সংযুক্ত করে প্রচার করা হচ্ছে।

Result: False

Our Sources

Jagonews24: https://www.jagonews24.com/country/news/744993

মাসুদ করিম শান্ত: https://www.facebook.com/masud.karim.92/posts/4482271275210168


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular