বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkনা, রেলস্টেশনে ব্লুটুথের কারণে ব্যক্তিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়নি

না, রেলস্টেশনে ব্লুটুথের কারণে ব্যক্তিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়নি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেল ট্র্যাকে পড়ে যাবার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, “মোবাইল ফোনে ব্লুটুথ চালু হওয়ার সাথে সাথে ট্র্যাকের হাই টেনশন ক্যাবল থেকে কারেন্ট এসে ইয়ার ফোনের মাধ্যমে মস্তিষ্কে পৌছালো”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

রেল

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ৮ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম ‘India Today’ তে “Live wire falls on railway official at Kharagpur station | Caught on camera” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from India Today website

এছাড়া‘NDTV’ তে গত ৮ ডিসেম্বর এই ঘটনায় আরও একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Read More: তিন দিন সারাদেশে বিদ্যুৎ না থাকার খরবটি গুজব

প্রতিবেদন হতে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর রেল স্টেশনে দাঁড়িয়ে একজন টিটিই অন্য আরেকজন টিটিইর সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হাই ভোল্টেজের একটি তার তাঁর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

Conclusion

ভারতে রেলস্টেশনে হাই ভোল্টেজ তার গায়ে পড়ে ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রেন ট্র্যাকে পড়ে যাবার ভিডিওকে বর্তমানে রেলস্টেশনে ব্লুটুথ ইয়ারফোন ব্যবহারে হাই টেনশন ক্যাবল থেকে কারেন্ট এসে ইয়ার ফোনের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছানোর কারণে ট্রেন ট্র্যাকে পড়ে যাওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে

Result: False  

Our Sources

India Today
NDTV


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular