Claim
লন্ডনে তারেক রহমানের উপর হামলা
Fact
মূল ভিডিওটি ভিডিওটি ২০০৮ সালে দেশ ত্যাগ করে তারেক রহমান লন্ডনে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময়ের
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টিকটকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর হামলা দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলা ব্লগিং সাইট সামহোয়্যার ইন ব্লগ এ ২০০৯ সালের ৬ ই ডিসেম্বরে প্রকাশিত একটি ব্লগপোস্টে ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত ব্লগপোস্টে থাকা ছবিকে বিস্তর অনুসন্ধানের মাধ্যমে মাধ্যমে ২০০৮ সালের ২৭ ডিসেম্বরে Khaled Patwary নামক একটি ইউটিউব চ্যানেলে “রাজনীতিতে জড়িত না হওয়ার মুচেলেকা দিয়ে, গুরুতর অসুস্থ অবস্তায় লন্ডনে এসেছেন বিএনপি নেতা তারেক রহমান” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিবরণী অংশ হতে জানা যায়, ভাইরাল ভিডিওটি তারেক রহমান যখন বাংলাদেশ থেকে ওয়ান ইলেভেনের সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য যান তখনকার।
তাছাড়া, লন্ডনে তারেক রহমানের উপর সম্প্রতি হামলা হয়েছে এমন খবর দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এবং বিএনপি কিংবা তারেক রহমানের ফেসবুক পেজ হতেও এমন কিছু জানানো হয়নি।
Conclusion
লন্ডনে তারেক রহমানের উপর হামলা দাবিতে ভিন্ন ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়েছে যা সত্য নয়
Result: False
Our Sources
Somewhereinblog
Khaled Patwary YouTube Channel
Zee News
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।