Claim- বন্যায় গবাদি পশু ভেসে যাচ্ছে ফেনি, কুমিল্লা ও নোয়াখালিতে
Fact- বন্যায় ভেসে আসা গবাদি পশুর ভিডিওটি পুরাতন ও মেক্সিকোর।
বন্যায় অসহায়ভাবে ভেসে আসতে দেখা যাচ্ছে গবাদি পশুর পাল। ভিডিওটি সম্প্রতি ফেনি, নোয়াখালি ও কুমিল্লার বন্যার ঘটনার বলে দাবি করা হচ্ছে। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
বন্যায় ভেসে আসা গবাদি পশুর ভিডিওটি বাংলাদেশের কি না তা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। রিভার্স ইমেজ সার্চ এর ফলাফলে আমরা একই ভিডিওর সন্ধান পাই যা ইউটিউবে এক বছর আগে একজন ব্যবহারকারী আপলোড করেন। ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটি উক্ত চ্যানেলে ২০২২ সালে আপলোড করা হয়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে জানা যায় ভিডিওটি মেক্সিকোর। ২০২০ সালে হ্যারিকেন হ্যানার ফলে অতিবৃষ্টি হয় যা পরবর্তীতে বন্যার সৃষ্টি করে।
অনুসন্ধানে আমরা মেক্সিকোর বিভিন্ন সংবাদ মাধ্যমে এই একই ভিডিও পাওয়া যায়। যেখানে উল্লেখ করা হয় ঘটনাটি হ্যারিকেন হ্যানার ফলে সৃষ্টি হওয়া বন্যায় পশ্চিম মেক্সিকোর নায়রিত স্টেট এ একটি গবাদি পশুর ফার্ম এ থাকা সকল গবাদি পশু ভেসে চলে আসে। দেখুন এখানে ও এখানে।
এছাড়াও ইতিপূর্বে নিউজচেকার এই ভিডিও সংশ্লিষ্ট একটি ফ্যাক্ট-চেক প্রকাশ করে।
Conclusion
অতএব, বন্যায় গবাদি পশু ভেসে আসার ভিডিওটি সাম্প্রতিক সময়ের ফেনি, নোয়াখালি ও কুমিল্লার বন্যা পরিস্থিতির নয় বরং ২০২০ সালের মেক্সিকোর একটি বন্যার দৃশ্য। সুতরাং উক্ত দাবিতে ভাইরাল ভিডিওটি মিথ্যা।
Result: False
Our Sources:
UNO TV, IMAGEN NOTICIAS
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।