Saturday, November 15, 2025

Fact Check

Fact Check: পাকিস্তানে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

Written By Sayeed Joy
May 15, 2025
banner_image

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে পাকিস্তানের মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ভারতের যুদ্ধবিমান দাবিতে একটি যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়া ছবি প্রচার করা হয়। 

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করার জন্য ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেশ কিছু টুইটার হ্যান্ডেলে খুঁজে পাওয়া গেছে। ছবিটির নিচে ডান কোনায় মেটা এআই-এর একটি জলছাপ দেখা যায়, যা এই কনটেন্টটি মেটা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে ধারণা করার সুযোগ দেয়।

Screenshot taken from Twitter

বিষয়টি আরও নিশ্চিত করার জন্য ছবিটি একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে যাচাই করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, হাইভ মোডারেশন ছবিটিকে ৯৯% এআই-নির্মিত হিসেবে চিহ্নিত করেছে। সাইটইঞ্জিন অনুযায়ী, ছবিটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৯%, এবং ইজইটএআই প্ল্যাটফর্মে এই সম্ভাবনা নির্ধারিত হয়েছে ৬০%।

Screenshots from the result of HiveModeration Tools, IsItAi, SightEngine

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ছবিকে পাকিস্তানের হামলায় বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমানের ছবি বলে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
Self Analysis
Hive Moderation tool
Sight Engine tool
Is It AI tool


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

RESULT
imageFalse
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

801

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage