বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact check: ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বাংলাদেশের পতাকা না থাকার ভাইরাল দাবিটি...

Fact check: ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বাংলাদেশের পতাকা না থাকার ভাইরাল দাবিটি মিথ্যা 

Claim- ‘ ভারতে জি-২০ সম্মেলন ‘২৩ এ বাংলাদেশের পতাকা রাখে নি’
Fact- সম্মেলনের একাধিক ছবি ও ভিডিওতে বাংলাদেশের পতাকা দেখা যায়

‘ভারতে জি-২০ সম্মেলনে বাংলাদেশের পতাকা রাখেনি, এর চেয়ে লজ্জার আর কি আছে’ এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি দাবি প্রচার করা হচ্ছে। সম্প্রতি নয়া দিল্লীতে অনুষ্ঠিত জি-২০ সামিট ২০২৩’ এ বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানায় প্রতিবেশি দেশ ভারত। ভারতের আমন্ত্রণে ৮ই সেপ্টেম্বরে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠান শুরুর দিনে সম্মেলনে আসা রাষ্ট্র প্রধানদের সাদরঅভ্যথনঅভ্যর্থনা জানান। অনুষ্ঠানের এই অংশের একটি ক্লিপ সংযোজন করে দাবি করা হচ্ছে যে ভারত জি-২০ সম্মেলনে বাংলাদেশের পতাকাকে ডিস্প্লেতে রাখে নি যা অপমানজনক ও লজ্জার। ভাইরাল পোস্টের স্ক্রিনশট দেখুন এখানে- 

screenshot of the viral post
courtesy:TikTok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।

Fact check/ Verification

দাবিটির সত্যতা যাচাই করতে আমরা জি-২০ সামিট২৩ এর বেশ কিছু ভিডিও, আর্টিকেল ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পর্যবেক্ষণ করে থাকি। পর্যবেক্ষণে লক্ষ্য করা যায় পুরো সম্মেলন জুড়ে বিভিন্ন মুহুর্তে ভিন্ন ভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা উপস্থিত ছিলো। দেখুন এখানে, এখানে, ও এখানে

গত ৮ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে ভারতে অনুষ্ঠিত হয়ে যায় জি-২০ সম্মেলন ২৩’। সম্মেলনে বিশ্বের ২০ টি দেশের রাষ্ট্রনেতারা যোগ দেন। জি-২০ ব্লকে না থাকা সত্ত্বেও অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ করা হয় বাংলাদেশকে। আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি  লক্ষ্য করা গিয়েছে নানা ইভেন্টে। অনুষ্ঠানের বিভিন্ন মুহুর্তে চোখে পড়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও। 

screenshot of the clip showing the Bangladeshi flag in the G-20 event
courtesy: New Wave Global/Facebook
screenshot of Bangladeshi flag displayed in G-20 event
courtesy: Facebook
Bangladeshi flag in G-20 event
courtesy: NDTV/YouTube

Conclusion

সুতরাং, জি-২০ সম্মেলন ২০২৩ এ বাংলাদেশের পতাকা উত্তোলন না করে অপমান করার দাবিটি মিথ্যা।

Result: False

 

Our Sources:
New Wave Global, Twitter, NDTV


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular