Claim- ‘ ভারতে জি-২০ সম্মেলন ‘২৩ এ বাংলাদেশের পতাকা রাখে নি’
Fact- সম্মেলনের একাধিক ছবি ও ভিডিওতে বাংলাদেশের পতাকা দেখা যায়
‘ভারতে জি-২০ সম্মেলনে বাংলাদেশের পতাকা রাখেনি, এর চেয়ে লজ্জার আর কি আছে’ এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি দাবি প্রচার করা হচ্ছে। সম্প্রতি নয়া দিল্লীতে অনুষ্ঠিত জি-২০ সামিট ২০২৩’ এ বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানায় প্রতিবেশি দেশ ভারত। ভারতের আমন্ত্রণে ৮ই সেপ্টেম্বরে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠান শুরুর দিনে সম্মেলনে আসা রাষ্ট্র প্রধানদের সাদরঅভ্যথনঅভ্যর্থনা জানান। অনুষ্ঠানের এই অংশের একটি ক্লিপ সংযোজন করে দাবি করা হচ্ছে যে ভারত জি-২০ সম্মেলনে বাংলাদেশের পতাকাকে ডিস্প্লেতে রাখে নি যা অপমানজনক ও লজ্জার। ভাইরাল পোস্টের স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
দাবিটির সত্যতা যাচাই করতে আমরা জি-২০ সামিট২৩ এর বেশ কিছু ভিডিও, আর্টিকেল ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পর্যবেক্ষণ করে থাকি। পর্যবেক্ষণে লক্ষ্য করা যায় পুরো সম্মেলন জুড়ে বিভিন্ন মুহুর্তে ভিন্ন ভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা উপস্থিত ছিলো। দেখুন এখানে, এখানে, ও এখানে।
গত ৮ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে ভারতে অনুষ্ঠিত হয়ে যায় জি-২০ সম্মেলন ২৩’। সম্মেলনে বিশ্বের ২০ টি দেশের রাষ্ট্রনেতারা যোগ দেন। জি-২০ ব্লকে না থাকা সত্ত্বেও অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ করা হয় বাংলাদেশকে। আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে নানা ইভেন্টে। অনুষ্ঠানের বিভিন্ন মুহুর্তে চোখে পড়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।
Conclusion
সুতরাং, জি-২০ সম্মেলন ২০২৩ এ বাংলাদেশের পতাকা উত্তোলন না করে অপমান করার দাবিটি মিথ্যা।
Result: False
Our Sources:
New Wave Global, Twitter, NDTV
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।