রবিবার, মার্চ 30, 2025
রবিবার, মার্চ 30, 2025

HomeFact CheckFactCheck: শেখ সালাহউদ্দিনের নাম পরিবর্তন করে ভারতে বিধান মল্লিক হওয়ার দাবিতে ভাইরাল...

FactCheck: শেখ সালাহউদ্দিনের নাম পরিবর্তন করে ভারতে বিধান মল্লিক হওয়ার দাবিতে ভাইরাল আধার কার্ডটি ভুয়া

Claim

শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন ওরফে শেখ জুয়েল সম্প্রতি ভারতে নিজের নাম পরিবর্তন করে বিধান মল্লিক হয়েছেন দাবিতে একটি প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি মূলধারার গণমাধ্যম। একই প্রতিবেদনে প্রমাণস্বরূপ একটি আধার কার্ড এর ছবি প্রকাশ করা হয়। আধার কার্ডটিতে তার নাম বিধান মল্লিক উল্লেখ করা হয়েছে। পিতার নাম এর জায়গায় রয়েছে মুদিন্দ্রনাথ মল্লিক। এরকম প্রতিবেদন দেখুন এখানে, এখানে এখানে। 

এই প্রতিবেদনগুলোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক হারে ছড়িয়ে পরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

শেখ সালাহউদ্দিন তথা শেখ জুয়েলের ভাইরাল আধার কার্ডটির সত্যতা যাচাই কর‍তে আমরা সর্বপ্রথম আধার কার্ডটিতে উল্লেখিত বিস্তারিত তথ্য পর্যবেক্ষণ করি। আধার কার্ড এ থাকা ইউনিক নাম্বারটি যাচাই করে দেখা যায় ভাইরাল আধার কার্ডটি ভুয়া। 

আধার কার্ড ভারত সরকার দ্বারা সরবরাহকৃত ভারতীয় নাগরিকদের একটি ইউনিক আইডেন্টিফিকেশন এর মাধ্যম যা প্রতিটি ভারতীয় নাগরিকেরই থাকে। প্রতিটি আধার কার্ড এ একটি ১২ ডিজিটের ইউনিক নাম্বার থাকে যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিকেই শনাক্ত করে। ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (ইউ আই ডি এ আই) এই আধার কার্ডটি সরবরাহ করে থাকে।
শেখ সালাহউদ্দিন নাম পরিবর্তন করে বিধান মল্লিক হওয়ার দাবিতে ভাইরাল আধার কার্ড এ থাকা নাম্বারটি 844205675726, ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া তথা (ইউ আই ডি এ আই) এর অফিসিয়াল ওয়েবাসাইট-এ যাচাই করার জন্য একাধিকবার ইনপুট দেয়া হলে তা প্রতিবারই ইনভ্যালিড দেখায়। ওয়েবসাইট-এ ইউনিক আধার নাম্বারটি যাচাই করতে নিউজচেকার ইন্ডিয়া টিমের একাধিক সদস্য ও জার্নালিস্ট সহায়তা করেছে।
আধার কার্ডটি যাচাইয়ে আমরা নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করি। দেখুন এখানে এখানে। 

একটি প্রকৃত আধার কার্ড এর ছবি নিচে দেয়া হলো

অর্থাৎ, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন তথা শেখ জুয়েল এর বিধান মল্লিক বনে যাওয়ার দাবিতে ভাইরাল আধার কার্ডটি আসল নয়। 

Result: False

Our Sources:
UIDAI


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- checkthis@newschecker.in. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular