বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যে দাবিতে ভাইরাল ভিডিওটি জুলাইয়ের

Fact Check: ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যে দাবিতে ভাইরাল ভিডিওটি জুলাইয়ের

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে ‘ভারত থেকে সরাসরি ভাষণ শেখ হাসিনার’ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’র ইউটিউব চ্যানেলে গত ৩১ জুলাইয়ে ‘আমিতো আয়েশ আরাম করার জন্য ক্ষমতায় আসিনি: প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়।

উল্লেখিত ভিডিওটির সাথে ভাইরাল হওয়া দাবিকৃত ভিডিওটির স্পষ্ট মিল পাওয়া যায়। মূল ভিডিওটির ৩ মিনিট থেকে ৫ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে আলোচিত ভিডিওটির অডিও অংশের সম্পূর্ণ মিল রয়েছে।

মূলত, এটি গত ৩১ জুলাইয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময়ে ধারণকৃত ভিডিও। 

অর্থাৎ, গত জুলাই মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে দেওয়া তার একটি বক্তব্যের ভিডিওকে সম্প্রতি ভারত থেকে সরাসরি ভাষণ হিসেবে দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
RTV YouTube
Ittefaq


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular