Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত আজমির শরীফ দরগাহ্ জিয়ারত করতে গেছেন।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৮ সেপ্টেম্বর ‘আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত মূল ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ভারত যান। সফরের শেষ দিন, ৮ সেপ্টেম্বর, তিনি আজমিরে অবস্থিত খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফ জিয়ারত করেন।
তাছাড়া, বিষয়টি নিয়ে সেসময়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের ভারতের আজমির শরীফ জিয়ারত দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Result: False
Our Sources
Somoy TV YouTube
BSS News
Channel 24 TV
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।