মঙ্গলবার, এপ্রিল 8, 2025
মঙ্গলবার, এপ্রিল 8, 2025

HomeFact CheckFact Check: সুইজারল্যান্ডে শেখ হাসিনার দায়ের করা মামলার শুনানি দাবিতে প্রচারিত ভিডিওটি...

Fact Check: সুইজারল্যান্ডে শেখ হাসিনার দায়ের করা মামলার শুনানি দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা 

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, ২৫ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা মামলার ১২তম শুনানিতে ২৭ জন লবিস্ট অংশগ্রহণ করেছেন।

হাসিনা

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমেরিকান গণমাধ্যম 11Alive এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৫ আগস্ট প্রকাশিত ‘Donald Trump indicted: Former president’s motorcade arrives to Newark, NJ’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটি আলোচিত ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ। এতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প ২০২৩ সালে ফাল্টন কাউন্টি জেলে আত্মসমর্পণের জন্য আটলান্টায় যান, যা ২০২০ সালের জর্জিয়া নির্বাচনে র‌্যাকেটিয়ারিং (RICO) সংক্রান্ত অভিযোগে তার অভিযুক্ত হওয়ার পর ঘটে। ভিডিওতে ট্রাম্পের যাত্রাবহরকে নিউ জার্সি থেকে জর্জিয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের পথে যেতে দেখা যায়।

এ বিষয়ে সেসময়ে একাধিক আন্তর্জাতিক গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। 

এছাড়াও, সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার দায়ের করা কোনো মামলা বা মামলার শুনানিতে কোনো লবিস্টের অংশগ্রহণ সম্পর্কে কোনো গণমাধ্যম কিংবা International Court of Justice এর ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, গত ২৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা মামলার ১২তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ২৭ জন লবিস্টের অংশগ্রহণের দাবি করা ভিডিওটি মিথ্যা।

Result: False

Our Sources
11Alive YouTube
CNN
Sky News


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular