বৃহস্পতিবার, মার্চ 28, 2024
বৃহস্পতিবার, মার্চ 28, 2024

HomeFact Checkপুতিন-জেলন্সকির প্রথম সাক্ষাতের পুরনো এবং অপ্রাসঙ্গিক ভিডিও মিথ্যা দাবিতে ভাইরাল

পুতিন-জেলন্সকির প্রথম সাক্ষাতের পুরনো এবং অপ্রাসঙ্গিক ভিডিও মিথ্যা দাবিতে ভাইরাল

সম্প্রতি বিনোদনমূলক ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকে, কিছুদিন আগেও ইউক্রেন-রাশিয়া, দেশ দু‌টি‌‌র মধ্যকার সম্পর্ক ভালো ছিলো, এই দাবিতে একটি ভিডিও শেয়ার করে, একজন টিকটক ব্যবহারকারি।

ভিডিওতে, চার বিশ্বনেতা – ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একসাথে হাঁটতে দেখা গেছে এবং একটি গোলটেবিলের চারপাশে তাদের আসন গ্রহণ করতে দেখা গেছে। কক্ষটিতে রয়েছে তাদের নিজ নিজ দেশের পতাকা, এবং শেষ পর্যন্ত,ভলোদিমির জেলেনস্কিকে একটি গ্লাস থেকে পান করতে দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে লেখা, “কিছুদিন আগে তাদের খুব ভালে সম্পর্ক ছিল আর আজ হঠাৎ যুদ্ধ।”

Fact Check/ Verification

দাবির সত্যতা যাচাই করার জন্য, নিউজচেকার “পুতিন এবং জেলেনস্কি মিটিং ইন-পারসন” এবং “পুতিন এবং জেলেনস্কির প্রথম দেখা” শব্দগুলির সাথে একটি কীওয়ার্ড অনুসন্ধান পরিচালনা করেছেন৷ আমরা দেখতে পেয়েছি যে ক্লিপটি ২০১৯ সালের প্যারিস সামিটের একটি ভিডিও থেকে নেওয়া হয়েছিল।

ভলোদিমির জেলেনস্কি ২১ এপ্রিল, ২০১৯-এ ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রথম দেখা হয় একটি আন্তর্জাকিত শীর্ষ সম্মেলনে । ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এলিসি প্রাসাদে বৈঠকের আয়োজক ছিলেন।

Peace Agreement  2019

২০১৯ সালে এই সম্মেলনের সময়, পূর্ব ইউক্রেনের সংঘাত নিরসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল জেলেনস্কির। ফ্রান্স এবং জার্মানির মধ্যস্থতায় মিনস্কে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ২০১৫ সালের শান্তি চুক্তির বাস্তবায়নের লক্ষ ছিলো এই প্যারিস বৈঠকের।

এই বৈঠকেই পুতিন-ভলোদিমির জেলেনস্কির প্রথম দেখা হয়।

Conclusion

বৈঠকটি পুরানো বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপতিদের মধ্যে নয়, এই ভিডিওটি পুতিন-জেলেনস্কির প্রথম বৈঠক। সামপ্রতিক সময়ে মিথ্যা দাবিতে পুরানো ভিডিও ভাইরাল।

Result: False and Misleading

গেমপ্লে এর ভিডিওকে ইউক্রেন-রাশিয়া সংঘাত দাবিতে প্রচার

Our Sources: 

TikTok: https://www.tiktok.com/@dinislam7860/video/7069443901806939418

Voice of America, Youtube: https://www.youtube.com/watch?v=QtCelfdlxtw

France24: https://www.france24.com/en/20191209-ukraine-peace-talks-paris-putin-zelensky-macron-merkel-elysee

DW: https://www.dw.com/en/putin-zelenskiy-meet-for-paris-summit-on-ukraine-conflict/a-51596150

Al Jazeera: https://www.aljazeera.com/news/2022/2/9/what-is-the-minsk-agreement-and-why-is-it-relevant-now

BBChttps://www.bbc.com/news/world-europe-31436513

NY Times: https://www.nytimes.com/2019/12/09/world/europe/putin-zelensky-paris-ukraine.html


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular