Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ‘আমরা শেখ হাসিনাকে সসম্মান দেশে ফিরিয়ে আনবো’ মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
এমন দাবিতে প্রচারতি পোস্ট দেখুন এখানে।
Fact
উক্ত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ডিবিসির লোগো এবং ভিডিওতে দেখতে পাওয়া ‘পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রাষ্ট্রপতির মতবিনিময়’ লেখাটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে DBC NEWS এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে পাবনায় নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গেছে যে, আলোচিত দাবির পক্ষে প্রদর্শিত ভিডিওর শুরুতে থাকা সংবাদ পাঠিকার অংশ এবং তার কণ্ঠ উক্ত প্রতিবেদনের সংবাদ পাঠিকার কণ্ঠ ও বক্তব্যের সাথে পুরোপুরি মিলে যায়। এছাড়াও, ভিডিওতে প্রদর্শিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ফুটেজটির সাথেও মূল ফুটেজের পুরোপুরি মিল রয়েছে।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম Maasranga News এর ইউটিউব চ্যানেলে গত বছরের একই সময়ে সরাসরি সম্প্রচারিত নাগরিক সংবর্ধনার সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যে আলোচিত ভিডিওর কথাগুলি কোথাও শোনা যায়নি।
Read More: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য দাবিতে হাসনাত আবদুল্লাহর ডিপফেকড ছবি প্রচার
সুতরাং, পাবনায় নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবেন বলে যে দাবি প্রচারিত হয়েছে, তা মিথ্যা এবং সংশ্লিষ্ট ভিডিওটি সম্পাদিত।
Result: Altered Video
Our Sources
DBC News
Maasranga News
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।