বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckViralFact check: মৈত্রী এক্সপ্রেসে কী পুলিশ পেট্রোল দিয়ে আগুন দিয়েছে? সত্যতা জানতে...

Fact check: মৈত্রী এক্সপ্রেসে কী পুলিশ পেট্রোল দিয়ে আগুন দিয়েছে? সত্যতা জানতে পড়ুন বিস্তারিত

Claim- মৈত্রী এক্সপ্রেসে পুলিশ পেট্রোল বোমার সাহায্যে আগুন দিচ্ছে

Fact- ইশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে কক্টেল হামলা হলে পুলিশ সেখানে উদ্ধারকাজ চালায়

মৈত্রী এক্সপ্রেসে পুলিশ পেট্রোল বোমা দিয়ে আগুন লাগাচ্ছে দাবিতে সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে রেল লাইনের পাশে কয়েকজন পুলিশ অবস্থান করছে। তন্মধ্যে দুজন পুলিশের হাতে পেট্রোলের ন্যায় বস্তু দেখা যায়। ভিডিওতে বলা হচ্ছে পেট্রোল বোমা কারা মারে দেখে নিন। ভিডিওটিতে আরও বলা হচ্ছে পুলিশ এরকম হামলা করে বিএনপির উপর দোষ চাপিএয় দেয়।  ভিডিওটি দেখুন এখানে- টিকটক। 

SS of the v iral post saying police attacked a train with petrol bomb
courtesy: tiktok/user

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification 

রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে ইউটিউবে বিভন্ন সংবাদ চ্যানেলে মুল ভিডিওর সন্ধান মেলে। জানা যায় ভিডিওটি পুলিশের পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানোর কোন দৃশ্য নয় বরং পাবনার ইশ্বরদীতে ট্রেনে হামলার পর ঘটনাস্থলে পুলিশ এসে কিছু অবশিষ্ট উদ্ধার করে। প্রতিবেদন দেখুন এখানে- চ্যানেল আই, দীপ্ত টিভি, জাগো নিউজ২৪। এছাড়াও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে সংবাদটি পাওয়া যায়। দেখুন এখানে, এখানেএখানে।

প্রতিবেদন থেকে জানা আয় ঘটনাটি এক মাস আগে পাবনার ইশ্বরদীতে কলকাতা থেকে ছেড়ে বাংলাদেশে আসার সময় মৈত্রী এক্সপ্রেসে এ দুপুরের দিকে কিছু দুষ্কৃতকারীরা ট্রেনে হামলা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে এসে ককটেল ও পেট্রোল বোমার সরঞ্জাম  উদ্ধার করে পুলিশ। টিকটকের ভিডিওটি মুল প্রতিবেদনের একটি অংশ মাত্র। 

Conclusion 

সুতরাং, মৈত্রী এক্সপ্রেসে পুলিশের পেট্রোল বোমা হামলার দাবিটি সত্য নয়। 

Result: False

Our Sources
চ্যানেল আই, দীপ্ত টিভি, জাগো নিউজ২৪


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular