Claim
সম্প্রতি সন্তানের সামনে মাকে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ভাস্কর এর ওয়েবসাইটে গত ১২ এপ্রিল একটি ভিডিও যুক্ত করে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে যুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১১ এপ্রিল ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে স্বামীকে মাদকসেবন করতে নিষেধ করায় সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মেহরুনিসা (৩০) এবং অভিযুক্তের নাম কলিমুল্লাহ।
তাছাড়া বিষয়টি নিয়ে একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।
সুতরাং, ভারতের বিহার রাজ্যে সন্তানের সামনে মাকে পিটিয়ে হত্যার দৃশ্যকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
Result: False
Our Sources
The Daily Bhaskar
The Times of India
NDTV
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।