বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckReligionFact Check: ড. জাকির নায়েক কে ওমানে গ্রেফতার করার দাবিটি মিথ্যা

Fact Check: ড. জাকির নায়েক কে ওমানে গ্রেফতার করার দাবিটি মিথ্যা

Claim
ওমানে গ্রেফতার ড. জাকির নায়েক

Fact
ওমান সরকার ড. জাকির নায়েককে গ্রেপ্তার করেছে দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ড. জাকির নায়েককে গ্রেফতার করা হয়েছে এমন একটি তথ্য প্রচার করা হয়েছে।ফেসবুক পোস্টে হবুহু দাবি করা হয় “জাকির নায়েক কে ওমান সরকার  আজ গ্রেফতার করে। ইসলাম প্রচারণার আড়ালে দূর্নীতি ও অবৈধভাবে অর্থ আয় এবং সমগ্র বিশ্বে মৌলবাদ সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ভারত সরকার তাকে ভারতের  আদালতে এনে শাস্তির উপযুক্ত চেষ্টা চালাচ্ছে….” ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। 

জাকির

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ওমানের প্রতিভা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গত ১৫ মার্চ প্রকাশিত একটি টুইট পাওয়া যায়। টুইট হতে জানা যায় আগামী ১ রমজান, ১৪৪৪ হিজরি (২৩ মার্চ, ২০২৩) এ পবিত্র কোরআনের বৈশ্বিক প্রয়োজনীয়তা নিয়ে ড. জাকির নায়েক ওমান কনভেনশন এন্ড এক্সিভিশন সেন্টার (মদিনাত আল-ইরফান থিয়েটর) এ আলোচনা করবেন।

তাছাড়া, গত ২৩ মার্চ ড. জাকির নায়েক “Zakir Naik’s Oman Tour – 2023” শিরোনামে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওমান যাওয়া নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে তিনি তার ওমানে নিরাপদে পৌঁছানো ও ওমান সরকার তাকে প্রটোকল দিয়ে স্বাগত জানানোর কথা জানান।

পরবর্তীতে, জাকির নায়েক গত ২৪ মার্চ ফেসবুক পোস্টে তিনি জানান ‘২৪ মার্চ ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ টায় মদিনাত আল-ইরফান থিয়েটরে ইসলামের দিক দিয়ে ‘বিশ্ব এবং মানবজাতির গুরুত্ব’ নিয়ে লেকচার দিবেন। এবং ২৪ মার্চে সেই লেকচারের ভিডিও তার ফেসবুক পেজে লাইভ আকারে প্রচার করা হয়। 

এর পূর্বে গত ২১ মার্চ ভারতীয় গণমাধ্যম ‘The Quint’ এ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে জাকির নায়েকের আইনজীবী মুবিন সলকার The Quint কে জানায়, ড. জাকির নায়েককে গ্রেফতার করার দাবিটি মিথ্যা।

Conclusion

জাকির নায়েক কে ওমানে গ্রেফতার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular