সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে যমুনা নদীর কাছে একটি ব্রিজের তলায় ১২ বছরের এই বালকটি প্রতিদিন স্কুল থেকে যা কিছু শিখে আসে, সেগুলো নিজের কলোনিতে থাকা গরীব শিশুদের শেখায়। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, মার্কিন সংবাদমাধ্যম ‘Huffpost’ এর ওয়েবসাইটে ২০১২ সালের ৪ ডিসেম্বরে “School Under Btidge In New Delhi Offers Free Education To India’s Poor Children” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। মার্কিন সংবাদমাধ্যম AP এর ফটো সাংবাদিক আলতাফ কাদরির তোলা ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “২০১২ সালের ৬ নভেম্বর তোলা ছবিটিতে, নয়া দিল্লীতে মেট্রো ব্রিজের নিচের একটি বিনামূল্যে স্কুলে ভারতীয় দরিদ্র শিশুরা বিল্ডিংয়ের দেওয়ালে লাগানো কালো বোর্ড থেকে পড়ছে।”
পরবর্তীতে আলতাফ কাদরি’র ব্যক্তিগত ওয়েবসাইটে “SCHOOL FOR LESS FORTUNATE” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে একই স্থানের একাধিক ছবি যুক্ত করে বলা হয়, “রাজেশ কুমার শর্মা, একজন ভারতীয় ব্যক্তি তার বন্ধুর সাথে এক বছর আগে একটি মেট্রো ব্রিজের নিচে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিনামূল্যে স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রতিদিন কমপক্ষে ৪৫ জন শিশুকে পড়ান। ২০১২ সালের নভেম্বরে এই ছবিগুলো প্রকাশিত হওয়ার পরে স্কুলটি একটি অপ্রতিরোধ্য সমর্থন পেয়েছিল। দূর-দূরান্ত থেকে জনহিতৈষীরা স্কুলের শিশুদের নতুন সোয়েটার, জুতা, মোজা, স্কুল ব্যাগ, নতুন মেঝে এবং পরিষ্কার বোতলজাত পানীয় দিয়ে সাহায্য করেছিল।”
Read More: ঈদে মিলাদুন্নবী পালন দাবিতে প্রচারিত ভিডিওটি সৌদি আরবের নয়
Conclusion
নয়া দিল্লির মেট্রো ব্রিজের নিচে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে স্কুলের একটি ছবিকে ফেসবুকে এক ১২ বছরের বালকের প্রতিদিন গরীব শিশুদের পড়া শেখানোর দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।