Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim- বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হাজিদের বেচে যাওয়া অর্থ ফেরত দিচ্ছে সরকার
Fact- এবারই প্রথম নয় এর আগেও সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়া ব্যক্তিরা অবশিষ্ট অর্থ ফেরত পেয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি দাবি ভাইরাল হয় যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম হাজিদের বেচে যাওয়া অর্থ ফেরত দিবে সরকার। এমন দাবিতে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
সম্প্রতি হজ কার্যক্রমে হাজিদের অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার সরকারি ঘোষণাটি প্রশংসনীয় হলেও, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার নয়। অতীতেও বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে হাজিদের অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার নজির রয়েছে।
২০১৪ সালে হজ প্যাকেজের খরচ কমে যাওয়ায় হাজিদের অব্যবহৃত অর্থ ফেরত দেওয়া হয়েছিল। তৎকালীন ধর্ম মন্ত্রণালয় এবং হজ অফিস, ঢাকা থেকে জানানো হয়েছিল যে, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ প্যাকেজের অব্যবহৃত অর্থ ফেরত দেওয়া হবে। ওই বছর কিছু প্যাকেজে বিমান ভাড়া কমার কারণে এই অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছিল। সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ ও দৈনিক ইত্তেফাক।
এর আগে ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে গিয়েছিলেন তারাও হজের অবশিষ্ট অর্থ ফেরত পেয়েছেন। প্রতিবেদন থেকে জানা যায় সরকারি ব্যবস্থাপনায় ২টি প্যাকেজ ছিলো। প্যাকেজ-১ এর অন্তর্ভুক্ত হাজিরা ৪৭৭২৬ টাকা ফেরত পায় এবং প্যাকেজ-২ এর অন্তর্ভুক্ত হাজিরা ১০,০০০ টাকা করে ফেরত পায়। প্রতিবেদন দেখুন এখানে- একাত্তর টিভি ও বাংলা ট্রিবিউন।
অধিকন্তু অনুসন্ধানে দেখা যায় ২০২৩ সালেও সরকারি ব্যবস্থাপনায় যারা হজে গিয়েছিলেন তারাও হজের অবশিষ্ট অর্থ ফেরত পান। সে বছর ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে বলা হয় খাবার ও প্যাকেজের খরচ কমায় এবং প্যাকেজের হ্রাসকৃত মূল্য বাবদ সর্বমোট ৪৬ হাজার ৭২৫ টাকা পাবেন হাজিরা। প্রতিবেদন দেখুন এখানে- বাংলানিউজ২৪ ও দৈনিক কালবেলা।
অতএব, হাজিদের অবশিষ্ট অর্থ ফেরত পাওয়ার ঘটনা এ বছরই প্রথম নয়।
সরকারি ব্যবস্থাপনায় হাজিদের হজ্বের অবশিষ্ট অর্থ ফেরত পাওয়া ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় তথা ২০১৪, ২০২২ ও ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিরা অবশিষ্ট অর্থ ফেরত পান।
Our Sources:
কালের কণ্ঠ ও দৈনিক ইত্তেফাক।
একাত্তর টিভি ও বাংলা ট্রিবিউন।
বাংলানিউজ২৪ ও দৈনিক কালবেলা।
Rifat Mahmdul
July 29, 2025
Rifat Mahmdul
January 8, 2025
Sayeed Joy
December 27, 2024