বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckFact Check: শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে সম্পাদিত ভিন্ন পদত্যাগপত্র প্রচার 

Fact Check: শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে সম্পাদিত ভিন্ন পদত্যাগপত্র প্রচার 

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিতে একটি পদত্যাগ পত্রের ছবি প্রচার করা হয়। এমন দাবিতে প্রচারতি পোস্ট দেখুন এখানে। 

Fact

অনুসন্ধানের শুরুতে শেখ হাসিনার পদত্যাগপত্র দাবিকরে প্রচারিত পদত্যাগপত্রটিতে থাকা স্মারক নম্বর – ০৪,০০,০০০০,৪২১.৮৪.০০৮.১৯.২৮২ এর সূত্র ধরে বাংলাদেশ সরকারের মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর এর সরকারি ওয়েবসাইটে একটি পদত্যাগপত্র (আর্কাইভ) পাওয়া যায়।

হাসিনা

উপরোক্ত পাওয়া পদত্যাগপত্রটি ২০২৩ সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. মসিউর রহমান (বীর বিক্রম), ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং ড. গওহর রিজভীর পদত্যাগপত্র এটি। এই পদত্যাগপত্রের ডিজাইন এবং স্মারক নম্বরের সাথে শেখ হাসিনার পতদ্যাগপত্র দাবিকৃত ছবিটির সাথে মিল পাওয়া যাচ্ছে। 

এই পদত্যাগপত্রের স্মারক নং ঠিক থাকলেও তারিখ ও বাক্য পরিবর্তন করে শেখ হাসিনার পদত্যাগের বাক্য যুক্ত করা হয়৷ এছাড়া স্বাক্ষরের স্থানে মন্ত্রীপরিষদের সচিবের স্বাক্ষর পরিবর্তন করে রাষ্ট্রপতির স্বাক্ষর বসিয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট (যাঁরা সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো, এ সংক্রান্ত সংবাদ দেখুন এখানে এবং এখানে

Read More: ‘সসম্মানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার’ বিষয়ে রাষ্ট্রপতির ভাইরাল ভিডিওটি সম্পাদিত

গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনের চাপে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করেন। যদিও তিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এই পদত্যাগপত্রের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অর্থাৎ, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগপত্র ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্রটি তৈরি করা হয়েছে। 

Result: Altered Photo

Our Sources
Department of Printing and Publications, Ministry of Public Administration
Prothom Alo 
Bangla Tribune


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular