বুধবার, মার্চ 12, 2025
বুধবার, মার্চ 12, 2025

HomeFact CheckFact Check: সিগারেট ও মাদকের নেশায় বুঁদ শেখ হাসিনা? না, যমুনা টিভির...

Fact Check: সিগারেট ও মাদকের নেশায় বুঁদ শেখ হাসিনা? না, যমুনা টিভির নামে ছড়ালো ভুয়ো পোস্টকার্ড

Claim

মাদকাসক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা। সিগারেট হাতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি এবং উক্ত দাবি-সহ একটি পোস্টকার্ড প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম যমুনা টিভি।   

সিগারেট

Fact

তদন্তের শুরুতেই দেখা যায় যে, গত ২৩ ফেব্রুয়ারি, ভাইরাল পোস্টকার্ডটিকে ভুয়ো বলে দাবি করে, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছিল Jamuna TV। 

Image 2

একপর ভাইরাল পোস্টকার্ডের ছবি দুটিকে, isitai.com-এ পরীক্ষা করলে দেখা যায় যে, ছবিগুলো ৯০ শতাংশ ভুয়ো, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, শেখ হাসিনার মাদকাশক্ত হওয়ার দাবি ও ছবি-সহ কোনও পোস্ট কার্ড প্রকাশ করেনি যমুনা টিভি।

Result: Altered Photo/Video

Sources
Post by Jamuna TV, Dated February 23, 2025
isitai.com Tool


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular