বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ভারতের কেরালায় শেখ হাসিনার গাড়িবহরের ভিডিও দাবিতে পুরোনো ভিডিও প্রচার

Fact Check: ভারতের কেরালায় শেখ হাসিনার গাড়িবহরের ভিডিও দাবিতে পুরোনো ভিডিও প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে গাড়িবহরের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ‘সম্প্রতি বিশেষ নিরাপত্তায় শেখ হাসিনা ভারতের কেরালা রাজ্যে পৌঁছেছেন’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে’। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sujay Hegde নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৫ এপ্রিল “Prime Minister Narendra Modi’s Car Convoy in Bangalore, KA” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওর দৃশ্য এবং উক্ত ভিডিওর মধ্যে উল্লেখযোগ্য মিল পাওয়া যায়।

পাশাপাশি, Digital Diaries নামক ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৫ জুলাইয়ে প্রকাশিত হুবুহু  একই ভিডিও পাওয়া যায়।

ভিডিও দুটির বিস্তারিত বিবরণীতে এই গাড়ি বহরের দৃশ্যকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালোর সফরের সময়ের বলে উল্লেখ করা হয়েছে। তবে গাড়ি বহরটি আসলেই ভারতের প্রধানমন্ত্রীর ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মূল ভিডিও প্রকাশের তারিখ থেকে প্রতীয়মান হয় যে এটি সম্প্রতি শেখ হাসিনার গাড়ি বহরের কোনো দৃশ্য নয় বরং ভিডিওটি ইন্টারনেটে আগে থেকেই প্রচার হয়ে আসছে। 

উল্লেখ্য, শেখ হাসিনা ভারতের কেরালা রাজ্যে গিয়েছেন এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ কিংবা সূত্র দেশীয় কিংবা ভারতীয় মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ভারতে গাড়িবহরের পুরোনো ভিডিও সম্প্রতি শেখ হাসিনা ভারতের কেরালা রাজ্যে পৌঁছানোর দাবিতে প্রচার করা হয়েছে যা বিভ্রান্তিকর।

Result: False

Our Sources
Sujay Hegde YouTube Channel
Digital Diaries YouTube channel 


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular