বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckViralFact check: হিজাব না পড়ায় নারীকে হেনস্থার দাবিটি সত্য নয়

Fact check: হিজাব না পড়ায় নারীকে হেনস্থার দাবিটি সত্য নয়

Claim– হিজাব না পড়ায় বাংলাদেশে একজন নারীকে হেনস্থা করা হচ্ছে।
Fact– ভাইরাল ভিডিওতে নারীকে হিজাব না পড়ার কারণে হয়রানি করা হয় নি। এবং সে কোন আমেরিকান সিটিজেনও নন, বাংলাদেশের মডেল মিষ্টি সুবাস। 

হিজাব না পড়ার কারণে হেনস্থা হলেন একজন নারী দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা রিক্সায় বসা অবস্থায় কিছু ছোট ছোট ছেলেরা তার রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। এছাড়াও অন্যান্য এক্স হ্যান্ডেলে এটাও দাবি করা হচ্ছে তিনি একজন আমেরিকান সিটিজেন, বাংলাদেশে ছুটি কাটাতে এসে হেনস্থার শিকার হচ্ছেন। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এখানে।

ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টুইটার@ইউজার
ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টুইটার@ইউজার
ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
কার্টেসিঃ টুইটার@ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

হিজাব না পড়ায় হেনস্থার শিকার নারী/ আমেরিকান সিটিজেন দাবিতে ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিও  কি-ফ্রেম ও রিভার্স সার্চ করে ইউটিউবে বেশ কিছু সাদৃশ্যপূর্ণ ভিডিও পাই। ভিডিওগুলো দেখুন এখানে এখানে। 

ভিডিওগুলো থেকে জানা যায় তিনি বাংলাদেশের একজন মডেল মিষ্টি সুবাস। তাকে নিয়ে এসএ টিভির একটি প্রতিবেদন দেখুন এখানে।  একই সাথে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী হিসেবেও দায়িত্বরত ছিলেন এই ব্যক্তি। দৈনিক ইনকিলাব। 

গত ২৯শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য একটি কেক নিয়ে টিএসসিতে হাজির হন। সেখানে তিনি ‘শুভ শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন’ শ্লোগান দিতে থাকেন। সাথে সাথে উপস্থিত থাকা শিশু-কিশোররাও ‘স্বৈরাচারের জন্মদিন’ বলে শ্লোগান দিয়ে উঠে। এবং তার সাথে বিতর্কে জড়ায়। তবে পুরো ভিডিওতে কোথাও হিজাব না পড়ার কারণে তাকে কিছু বলতে শুনা যায় নি। এমনকি কোন ভিডিওতে মিষ্টি সুবাসকে নিজ থেকেও এমন কোন দাবি করতে দেখা যায় নি। 

সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের তিনি বলেন, গতকাল(২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার জন্মদিন ছিলো তাই সে কারণে আজ তিনি রাজু ভাস্কর্যে কেক কাটতে এসেছেন। তার বক্তব্য নিয়ে কিছু ভিডিও প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, এসএ টিভি। 

প্রতিদিনের বাংলাদেশের একটি বিস্তারিত প্রতিবেদন দেখুন- এখানে। 

অর্থাৎ, হেনস্থার শিকার হওয়ার কারণ হিজাব না পড়া নয় বরং টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা। একই সাথে তিনি কোন আমেরিকান সিটিজেন নয় বরং বাংলাদেশেরই নাগরিক।  

Conclusion

অতএব, টিএসসিতে হিজাব না পড়ার কারণে হেনস্থার শিকার হননি বাংলাদেশি মডেল মিষ্টি সুবাস।

Result: False

Our Sources:
কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, এসএ টিভি। প্রতিদিনের বাংলাদেশ। 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular