Claim
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চলছে। প্রস্তুতি নিচ্ছে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে প্রচার করা হয়, ‘বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকা।’ ভাইরাল তালিকায় পরিচিত ও অপরিচিত অনেক নাম দেখা যায়। তালিকাগুলো বিএনপির অফিসিয়াল লেটার হেড এর সদৃশ ‘লেটার হেড’ এ প্রকাশ করা হয়।
পোস্টগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।



নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকার দাবিতে ভাইরাল পোস্টগুলোর সত্যতা নিশ্চিত করতে আমরা প্রাথমিকভাবে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে এই সংশ্লিষ্ট খবরের সন্ধান করি। কিন্তু, নারায়ণগঞ্জে বিএনপির মনোয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত বা এই সংশ্লিষ্ট কোন সংবাদ, প্রতিবেদন বা প্রেস রিলিজ খুজে পাওয়া যায় নি।
পরবর্তীতে, ভাইরাল পোস্টে থাকা তালিকাটির সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত হতে নিউজচেকারবিএনপির মিডিয়া সেল এর প্রধান শায়রুল কবির খান এর সাথে যোগাযোগ করে। শায়রুল কবির খানা নিউজচেকারকেনিশ্চিত করেন যে, ভাইরাল পোস্টগুলোতে থাকা তালিকাগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন তালিকা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অবহিত করার পর, বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভীর বরাতে ভাইরাল তালিকাগুলোকে ভুয়া নিশ্চিত করে একটি পোস্ট করা হয়।

সুতরাং, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির লেটারহেড এ মনোনয়নপ্রাপ্তদের তালিকা সম্বলিত ভাইরাল পোস্টগুলো বানোয়াট ও গুজব।
Our Sources
বিএনপি মিডিয়া সেল এর প্রধান এর সাথে কথোপকথন।