Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
ডাকসু নির্বাচনে ভোট কারচুপি দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ অন্যান্য মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওতে একজন কিশোরকে একাধিক ব্যালট পেপার এ সিল মারতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে ঘটনাটি গত ৯ সেপ্টেম্বর সংঘটিত হওয়া ডাকসু নির্বাচনের। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
ডাক্সু নির্বাচনে ভোট কারচুপি দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিও কি-ফ্রেম সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা ইউটিউবে একই ভিডিওর সন্ধান পাই যা আজ থেকে এক বছর আগে তথা ২০২৪ সালের জুন মাসের ৫ তারিখে আপলোড করা হয়। ভিডিওটি ‘আজ,৫ জুন,বুধবার,২০২৪ইং..!! ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার দৃশ্য..!!’ শিরোনামে একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
এছাড়া একই ভিডিও সম্বলিত ভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে- ফেনি টিভি ও নোয়াখালি টিভি।
প্রতিবেদনগুলো থেকে নিশ্চিত হওয়া যায় যে, ঘটনাটি গত বছর জুন এ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের। ভাইরাল সিল মারার দৃশ্যটি পাঠাননগর ইউনিয়নের ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঘটনা।
অপরদিকে ডাকসু ভোট গ্রহণ পদ্ধতি ও আয়োজন ছিলো ভিন্ন। এ বছর ডাকসু নির্বাচনে মোট ব্যলট পেপার এর সংখ্যা ছিলো ছয় এবং স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয় নি। পক্ষান্তরে, ভাইরাল ভিডিওতে স্বচ্ছ ব্যালট বক্স দেখা যাচ্ছে। ডেইলি ইত্তেফাক ও একাত্তর টিভি।
অর্থাৎ, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির দাবিতে ভাইরাল ভিডিওটি সম্প্রতি হয়ে যাওয়া ডাকসু নির্বাচনের নয়। বরং গত বছর জুনে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের।
Our Sources:
ফেনি টিভি ও নোয়াখালি টিভি
Rifat Mahmdul
January 24, 2024
Rifat Mahmdul
January 18, 2024
Rifat Mahmdul
January 8, 2024