Monday, July 7, 2025

Crime

Fact check: কৃষক লীগ নেতার গণপিটুনির ছবিটি সাম্প্রতিক নয়

banner_image

“রাজধানীতে চাদাবাজি করতে গিয়ে গণপিটুনি খেয়েছে কৃষক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদুল আলম” বলে ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, একটি পেজে নেতার গণপিটুনির কিছু ছবি সংযুক্ত করে দাবী করা হয়।

পোস্টটি দেখুন- ফেসবুকে । 

উক্ত পোস্ট–এ দাবী করা ঘটনাটি বর্তমান সময়ের নয়, এমনকি গণপিটুনিরও নয়। ছবি দেখুন- 

ভাইরাল পোস্ট এর স্ক্রিনশট
কার্টেসিঃ ফেসবুক/ভয়েস অব বাংলা
গণপিটুনির শিকার দাবী করে দেয়া পোস্টের ছবির
পোস্টের ভাইরাল ছবি
কার্টেসিঃ ফেসবুক/ পেইজ

নিউজচেকার-বাংলাদেশ, ফ্যাক্ট-চেক করে দেখেছে যে ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।

Fact Check/ Verification

বর্তমান সরকার দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর একটি হলো আওয়ামী কৃষক লীগ। কৃষক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হলেন মাকসুদুল আলম। মাকসুদ একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। 

গত ১৯ই ফেব্রুয়ারিতে ফেসবুক পোস্ট করে তাতে দাবী করা হয় মাকসুদুল আলম চাদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হন। 

 গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে খুজে দেখা গেছে ছবিটি প্রকৃতপক্ষে গত বছরের সেপ্টেম্বরের এবং তিনি গণপিটুনির শিকার হননি। 

মূলত গত বছর ২৮ই সেপ্টেম্বর বুধাবার, ঢাকা মহানগর উত্তরের মিরপুর এলাকায়, মাকসুদের একটি জমি দখল নিয়ে  বিএনপি ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতার মাঝে একটি বিরোধ দেখা দিলে সেখানে মাকসুদ হস্তক্ষেপ করলে এই হামলার শিকার হন। এই সংশ্লিষ্ট কিছু প্রতিবেদনও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। 

মূল প্রতিবেদন দেখুন এখানে- যুগান্তরঢাকা মেইল। 

প্রতিবেদন অনুযায়ী, মাকসুদুল আলমের মিরপুর-১২ তে একটি জমি জোরপূর্বক দখল করতে চায় স্থানীয় দুই আওয়ামী ও বিএনপি নেতা খলিল ও বুলবুল মল্লিক। এই ঘটনা প্রতিরোধ করতে গেলে বুধবার (২৮ই সেপ্টেম্বর, ২০২২) গভীর রাতে কালশী ব্রিজের সামনে মাকসুদুল আলমকে যৌথভাবে হামলা করা হয়। হামলায় তার উপর চাপাতি দিয়ে আঘাত করা হয়ে থাকে।  এই হামলার শিকার হয়ে তিনি পল্লবী থানায় বুলবুল, খলিল ও অন্যান্য সহ মোট ১৮ জনকে আসামী করে মামলা করেন। 

মাকসুদুল আলম চাঁদাবাজি করেননি বরং তার থেকে ৭ লক্ষ এর অধিক টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন হামলাকারী দুইজন। 

হামলার পরে মাক্সুদের মূল ছবি
হামলার শিকার নেতার মূল ছবি
কার্টেসিঃ যুগান্তর
মাকসুদুল আলমের একটি ছবি
কার্টেসিঃ ঢাকা মেইল

Conclusion:

ফেসবুক পেইজে মাকসুদুল আলমের হামলার ভাইরাল ছবিটি পুরাতন ও আংশিক সত্য। এটি ২০২২ সালের ঘটনা। 

Result: Missing Context


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন [email protected]​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: [email protected]

747

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage