Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
ফরিদপুরে আ’লীগের হরতাল পালন
এআই দিয়ে তৈরি ভিডিওকে ফরিদপুরে আ’লীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর পর থেকে স্থানীয় বাসিন্দারা ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি ফরিদপুর আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে, এবং সেই ভিডিওই এটি।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।
দাবিটির সত্যতা যাচাই করতে কীওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে সূত্রে জানা যায় যে, ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় সব মহাসড়ক অবরোধ করা হয়। এছাড়া, ৯ ও ১০ সেপ্টেম্বর পুনরায় দুটি মহাসড়ক এবং ঢাকা-খুলনা রেলপথ অবরোধ করেন স্থানীয়রা।
গত ১৩ সেপ্টেম্বর, সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য কর্মসূচি ঘোষণা করা হয় ‘আলগী ও হামিরদি ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার সর্বদলীয় ঐক্য পরিষদ’ ব্যানারে। অর্থাৎ, এসব কর্মসূচিতে হরতালের বিষয়ে কোনো উল্লেখ নেই। তাছাড়া, এসব কর্মসূচী দলীয়ভাবে নয়, একটি সংগঠনের ব্যানারে গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, আলোচিত ভিডিওটি ১১ সেপ্টেম্বর প্রকাশিত হয়, এবং ওই দিনও মহাসড়ক অবরোধের কর্মসূচী ছিল আন্দোলনকারীদের।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। রাস্তায় টায়ারে আগুন জ্বালানোর সময় আগুনের মুভমেন্ট, আশেপাশে মানুষের অঙ্গভঙ্গি এবং পারিপার্শ্বিক বিষয়গুলোতে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়।
বিষয়টি আরো নিশ্চিত করতে এআই জেনারেটেড কন্টেন্ট ডিটেকশন টুল, হাইভ মডারেশন টুলের মাধ্যমে ভিডিওটি যাচাই করা হলে, এটি ৯৯% নিশ্চিতভাবে এআই জেনারেটেড ভিডিও হিসেবে চিহ্নিত হয়।
তাছাড়া, নির্ভরযোগ্য সূত্র কিংবা গণমাধ্যমসূত্রে আ’লীগ সম্প্রতি ফরিদপুরে কোনো হরতাল কর্মসূচী পালন করেছে এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ফরিদপুরে আ’লীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Our Sources
HiveModeartion Tool
Bangla Tribune
Prothom Alo
Sayeed Joy
September 9, 2025
Rifat Mahmdul
August 13, 2025
Sayeed Joy
August 6, 2025