বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkঈদে মিলাদুন্নবী পালন দাবিতে প্রচারিত ভিডিওটি সৌদি আরবের নয় 

ঈদে মিলাদুন্নবী পালন দাবিতে প্রচারিত ভিডিওটি সৌদি আরবের নয় 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে সৌদি আরবে রাষ্ট্রিয় ভাবে পবিত্র ঈদে-এ-মিলাদুন্নবী(ﷺ) উদযাপন করার অনুষ্ঠান। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

সৌদি

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

ভিডিওটি থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ইউটিউবে Mirani Group Official এ ২০১৯ সালের ২ মার্চ “BARGAH-E-GAUS-E-AAZAM DASTAGIR…MASJID ME SALAT-O-SALAM,BAGHDAD SHAREEF” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ইরাকের বাগদাদ শরীফের বারগাহে গাউসে আজম দস্তগীর মসজিদে সালাতু সালাম অর্থাৎ মিলাদ পড়ার ভিডিও এটি। 

সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় কি না এমন তথ্য অনুসন্ধানে সৌদিভিত্তিক গণমাধ্যম Arab News এ ২০১৫ সালের জানুয়ারির ৩ তারিখ  “Prophet’s birthday celebration ‘sinful’” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে সৌদি আরবের গ্র‍্যান্ড মুফতি আবদুল আজিজকে উদ্ধৃত করে বলা হয়, মুহাম্মদ (সা.) এর জন্মদিন পালন একটি কুসংস্কার এবং ধর্মের অবৈধ চর্চা।

Screenshot from Arab News

Conclusion

ইরাকের বাগদাদ শরীফের বারগাহে গাউসে আজম দস্তগীর মসজিদে মিলাদ পড়ার ভিডিওকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালনের দাবিতে প্রচার করা হচ্ছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular