Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে দুবাইয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিচার বিভাগ মাত্র ১৫ মিনিটের মধ্যেই ধর্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করতে পুলিশকে নির্দেশ দেয়।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ার ওয়েবসাইটে ২০১৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ছবিগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওটির একাধিক ফ্রেমের দৃশ্য ও ঘটনার মিল রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ১৪ আগস্ট ইয়েমেনের সানা শহরে চার বছর বয়সী এক মেয়েশিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে ২২ বছর বয়সী হুসেইন আল-সাকেতকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সানার তাহরির স্কয়ারে তাকে উপুড় করে শুইয়ে তার পিঠে এক পুলিশ সদস্য পাঁচটি গুলি চালায়। মৃত্যুর পর, তার মরদেহ একটি ক্রেনের সাহায্যে ঝুলিয়ে জনসমক্ষে প্রদর্শন করা হয়।
Read More: জালিয়াতির কথা স্বীকার করে ক্ষমতা হস্তান্তর করেছেন ড. ইউনূস দাবিতে প্রচারিত ভাইরাল তথ্যটি মিথ্যা
তাছাড়া, একই ঘটনা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে নিহত শিশুটির বাবা ও মায়ের বক্তব্য উঠে এসেছে। প্রতিবেদনে শিশুটির মায়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০১৫ সালের নভেম্বর মাসে অভিযুক্ত হুসেইন আল-সাকেত তাদের চার বছর বয়সী কন্যাশিশু সাফাকে অপহরণ করে। তিনি গণমাধ্যমকে বলেন, “আমি খুব খুশি যে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এত দীর্ঘ সময় — এক বছর আট মাস — পেরিয়ে গেলেও অবশেষে আমি স্বস্তি অনুভব করছি। বিচার প্রক্রিয়া শেষ হওয়ায় আমি গভীর তৃপ্তি ও আনন্দ পাচ্ছি। আমি জানি, আমার নিষ্পাপ মেয়ে সাফা এখন শান্তিতে আছে, স্বর্গে আছে।”
মূলত, ঘটনাটি দুবাইয়ে নয়, ঘটেছে ইয়েমেনের সানা শহরে। এছাড়াও, ধর্ষণের মাত্র ১৫ মিনিটের মধ্যে নয়, বরং ঘটনার প্রায় দেড় বছর পর অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সুতরাং, সম্প্রতি দুবাইয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র ১৫ মিনিটের মধ্যে ধর্ষকের শাস্তি কার্যকর করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
Result: False
Our Sources
Al Arabiya
Daily Mail
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- checkthis@newschecker.in. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।