সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “কাতার কোন ভাবেই থামছে না।একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিল ফ্যানরা”। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ‘FolhaPE’ এর ওয়েবসাইটে গত ০৭ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, চলতি বছরের ০৭ সেপ্টেম্বর তারিখে ব্রাজিলে অবস্থিত Esplanada dos Ministérios-এ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উপস্থিতিতে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্যারেড অনুষ্ঠিত হয়েছিলো।
Also Read: কাশিমপুর কারাগারে মাওলানা আব্দুর রউফের মৃত্যুর সংবাদটি পুরোনো
পরবর্তীতে, ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র ফ্লাভিও বলসোনারোর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে গত ০৭ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত একটি টুইটে একই দৃশ্যের অন্য কোণ থেকে ধারণ করা ছবি খুঁজে পাওয়া যায়।
Conclusion
ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্যারেডের ছবিকে বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।