বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckPoliticsFact check: ভাইরাল ছবিতে কি শেখ হাসিনাকে সান্ত্বনা দিচ্ছেন খালেদা জিয়া? না,...

Fact check: ভাইরাল ছবিতে কি শেখ হাসিনাকে সান্ত্বনা দিচ্ছেন খালেদা জিয়া? না, জানুন এই ছবির আসল তথ্য

Claim- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, বেগম খালেদা জিয়া বুকে জড়িয়ে নিয়েছিলেন।
Fact- প্রধানমন্ত্রীকে বুকে জড়িয়ে দাড়িয়ে থাকা মহিলা খালেদা জিয়া নন, আওয়ামি লীগ এর সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান। 

‘শেখ হাসিনা দেশে আসার পর বুকে জড়িয়ে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুক, ফেসবুক, ফেসবুকটিকটক। পোস্টগুলোর স্ক্রিনশটস দেখুন এখানে-

শেখ হাসিনাকে জরিয়ে ধরে আছেন বেগম খালেদা জিয়া দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ইউজার
শেখ হাসিনাকে জরিয়ে ধরে আছেন বেগম খালেদা জিয়া দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার
শেখ হাসিনাকে জরিয়ে ধরে আছেন বেগম খালেদা জিয়া দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ ফেসবুক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে ছবিটির উৎস খুজতে গিয়ে আমরা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন পাই। ‘সেই রাতে বঙ্গবন্ধুর বাড়িতে কী ঘটেছিলো’ শীর্ষক শিরোনামে এই প্রতিবেদনটি ১৫ই আগস্ট, ২০১৭(আপডেট-১৩ই আগস্ট,২০১৮) সালে প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখুন এখানে- প্রথম আলো। 

মূল ছবি সম্বলিত প্রথম আলোর প্রতিবেদন (১৯৮১,১৫ই আগস্ট) স্ক্রিনশট
কার্টেসিঃ প্রথম আলো

প্রতিবেদনটি থেকে বেশ কিছু বিষয় পরিষ্কার হওয়া যায়। 

প্রথমত, প্রতিবেদনের ছবির ক্যাপশনে লেখা আছে- ‘৭৫ এর হত্যাকান্ডের পর প্রথমবার ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে ঢুকে অশ্রুজল শেখ হাসিনা।’ দাবিটিতে বলা হচ্ছে ছবিটি ১৯৮১ সালের ১৭ মে’র। 

অর্থাৎ, শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসলেও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে নেয়া ভাইরাল ছবিটি ১৫ই আগস্ট,১৯৮১ সালের। সেদিনই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর প্রথম তিনি ঐ বাড়িতে যান। স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন পড়ুন এখানে- জাগোনিউজ২৪। 

এছাড়াও, ১৯৮১ সালের ১৭ মে দেশের মাটিতে নেমেই তিনি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গেলে তাকে সেই মুহুর্তে ঢুকতে বাধা প্রদান করা হয় বলে একটি প্রতিবেদন থেকে জানা যায়। দেখুন- ঢাকা টাইমস

দ্বীতিয়ত, ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা কান্নায় ভেঙ্গে পড়লে উনার পাশে দাঁড়িয়ে থাকা এক নারী তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন। দাবি করা হয় বুকে জড়িয়ে নেয়া নারীটি বিরোধী দলীয় নেত্রী বেগল খালেদা জিয়া। 

মূল ছবিঃ আইভী রহমানকে জড়িয়ে ধরে কাদছেন বঙ্গবন্ধু কন্যা-(১ম ছবিতে থাকা দুইজন নারীর একজন যিনি আইভী রহমান-প্রতিবেদন অনুযায়ী)লক্ষ্য করলে দেখা যায় শাড়ি ও চেহারায় সাদৃশ্য রয়েছে
কার্টেসিঃ প্রথম আলো
উক্ত নারী বেগম খালেদা জিয়া দাবিতে ভাইরাল পোস্ট যেখানে একই ব্যক্তিকে শেখ হাসিনাকে জড়িইয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে মুল ছবির অনুরূপ।
কার্টেসিঃ টিকটক/ইউজার

প্রকৃতপক্ষে ঐ দিনের ঐ পরিদর্শনে কোথাও বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ নেই। আর শেখ হাসিনাকে জড়িয়ে ধরে থাকা নারীটি আর কেউ নন আওয়ামি লীগ এর ততকালীন মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান। প্রতিবেদনের শুরুতে থালা একটি ছবিতে শেখ হাসিনার সাথে থাকা দুইজন নারীর নাম উল্লেখ করা থাকে। লক্ষ্য করলে দেখা যায় সেই দুই জন নারীরই একজন বঙ্গবন্ধু কন্যাকে শান্তনা দিচ্ছেন জড়িয়ে ধরে। 

 লেখিকা তার প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেন সেখানে তিনি সাংবাদিকতার দায়িত্ব পালনে গিয়েছিলান। শেখ হাসিনার সাথে উপস্থিত ছিলেন আইভী রহমান ও জোহরা তাজউদ্দীন। 

Conclude

সুতরাং, বঙ্গবন্ধু কন্যাকে বুকে জড়িয়ে থাকা নারীটি বেগম খালেদা জিয়া নয় বরং আইভী রহমান।

Result: False

Our Sources: 
জাগোনিউজ২৪
প্রথম আলো
ঢাকা টাইমস


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular