রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkবিবিসি বাংলার প্রতিবেদনে ব্যবহৃত একটি ছবি ১৯৯৯ সালের ভূমিকম্পের ঘটনার, সাম্প্রতিক নয়

বিবিসি বাংলার প্রতিবেদনে ব্যবহৃত একটি ছবি ১৯৯৯ সালের ভূমিকম্পের ঘটনার, সাম্প্রতিক নয়

Claim

গত ১০ই ফেব্রুয়ারি BBC Bangla তাদের সংবাদ মাধ্যমে সম্প্রতি হয়ে যাওয়া তুরস্ক-সিরিয়া ভূমিকম্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। খবরের লিংক এই- সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে মানুষ চিৎকার করলেও সাড়া দেবার কেউ নেই

বিবিসি বাংলা তাদের এই প্রতিবেদনে সম্প্রতি ভূমিকম্পের প্রেক্ষিতে কিছু ধ্বংস স্তুপের ছবি ব্যবহার করে থাকে। নিউজচেকার-বাংলাদেশ, ফ্যাক্ট-চেক করে দেখেছে যে, ব্যবহৃত ছবি গুলোর একটি, সাম্প্রতিক ঘটনার নয়। বরং ছবিটি বেশ কয়েক বছর পুরনো একটি ভূমিকম্পের ঘটনার সময়কার। ছবিটি- 

বিবিসি বাংলার প্রতিবেদনে

Fact

প্রতিবেদনটি থেকে উক্ত ছবিটি নিয়ে গুগল ‘রিভার্স ইমেজ সার্চ’ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায়, উক্ত ছবিটি  তুরস্কের ইজমির প্রদেশের DUZCE শহরে ১৯৯৯ সালে ঘটে যাওয়া ভূমিকম্পের একটি ছবি। স্থির চিত্রের নির্ভরযোগ্য অনলাইন মাধ্যম ‘Getty image’ থেকে ছবিটি সম্পর্কে জানা যায়, এই ছবিটি বিখ্যাত ফটোগ্রাফার Manoocher Deghati ১৯৯৯ সালের ১৪ই নভেম্বর ভূমিকম্পের ঘটনাস্থল থেকে নিয়ে থাকেন। ছবিটিতে একটি বিধ্বস্ত ভবনের সামনে বেশ পুরাতন মডেলের একটি গাড়ি দাড়ানো অবস্থায় দেখা যায়। 

মূল ছবিটির বিস্তারিত তথ্য এই লিংক-এ, গেটি ইমেজ।  

বিবিসি বাংলা এখনো তাদের প্রতিবেদন থেকে ছবিটি সরিয়ে নেয় নি। এমনকি প্রতিবেদনটির কোন অংশেও উক্ত ছবিটির সময়কাল বা প্রকৃত বিবরণ উল্লেখ করে নি। 

সুতরাং, বিবিসি বাংলার প্রতিবেদনে ব্যবহৃত উক্ত ছবিটি সাম্প্রতিক ঘটে যাওয়া তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের নয়। বরং এটি ১৯৯৯ সালে তুরস্কের ইজমির প্রদেশের ডুজচে শহরে হওয়া ভূমিকম্পের।

Result: Missing Context

Our Sources

Image Found On Getty Images


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us– ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular