রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ইন্দোনেশিয়ার মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে ভারতের দাবিতে প্রচার

Fact Check: ইন্দোনেশিয়ার মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে ভারতের দাবিতে প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে মসজিদের অগ্নিকান্ডের ঘটনার একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হয় ভারতে মসজিদে অগ্নিকান্ডের ঘটনা। এমন দাবিতে প্রচারিত  পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

মসজিদে

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Abd Karim Ahmad নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গত ০৮ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে হুবুহু একই স্থাপনার ছবি সহ খুজে পাওয়া যায়। 

 

পোস্টটির ক্যাপশন হতে জানা যায়, গত ৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বাংগায়ের লুওক সেন্ট্রাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে আগুনের তীব্রতায় পাশের আল ইখসান মসজিদও ক্ষতিগ্রস্ত হয়।

Read More: শেখ হাসিনা কি সম্প্রতি যুক্তরাজ্য থেকে সরাসরি ভাষণ দিয়েছেন? সত্যতা জানুন 

বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম Tribunnews এর ওয়েবসাইটে গত ৯ ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।

Screenshot taken from Tribunnews website

অধিকতর যাচাইয়ের জন্য আমরা Google Street View ব্যবহার করে আল ইখসান মসজিদের অবস্থান নিশ্চিত করি এবং উল্লেখিত স্থানের সাথে দাবিকৃত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাই।  

সুতরাং, ইন্দোনেশিয়ার একটি মসজিদে অগ্নিকাণ্ডের ভিডিওকে ভুয়া দাবিতে ভারতের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
Abd Karim Ahmad Facebook Profile
Tribunnews  
Google Street View


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular