Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি আওয়ামীলীগকে প্রকাশ্যে আসতে বলেছেন ট্রাম্প ও জাতিসংঘ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘ABC News’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২১ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর দাবির সাথে প্রচারিত ক্লিপের ১২ মিনিট ৪৬ সেকেন্ড থেকে ১৩ মিনিট ৬ সেকেন্ড অংশের মিল পাওয়া গেলেও, ভিডিওটির ওই অংশে বা অন্যান্য কোনো অংশে ডোনাল্ড ট্রাম্পকে আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলতে দেখা যায়নি। বরং ভিডিওটিতে তাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে দেখা যায়, যা তিনি হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে দেন।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমে একই ভিডিওটি খুজে পাওয়া যায়, দেখুন এখানে।
তাছাড়া, জাতিসংঘ আওয়ামী লীগকে প্রকাশ্যে আসতে বলেছে—এমন কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের সামনে বক্তব্য দেওয়ার দৃশ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে আওয়ামী লীগের প্রকাশ্যে আসা নিয়ে মন্তব্য করেছেন বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
Result: False
Our Sources
ABC News
LiveNOW from FOX
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।