Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৬ নভেম্বর ‘রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ’ শিরোনামে মূল সংবাদ প্রচারিত হয়।
মূল সংবাদের ভিডিওটিতে সংবাদ উপস্থাপিকাকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।’ মূলত, ‘কারাগারে পাঠানোর নির্দেশ’ এর পরিবর্তে ‘ফাঁসির আদেশ’ শব্দ সংযোজন করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
এছাড়া, চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন হাইকোর্ট—এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও এই দাবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিডিও প্রতিবেদন পাওয়া যায়নি।
Read More: সিলেট ইসকন মন্দির থেকে অস্ত্র উদ্ধার হওয়ার মিথ্যা তথ্য ও ছবি প্রচার
উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আরও এক মাস পিছিয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) তার জামিন শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। তবে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। এর ফলে আদালত নতুন করে আগামী ২ জানুয়ারি জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
অর্থাৎ, চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
Result: False
Our Sources
Jamuna Tv
Prothom Alo
Jagonews24
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।