বুধবার, অক্টোবর 16, 2024
বুধবার, অক্টোবর 16, 2024

HomeFact CheckFact Check: ৫ আগস্ট পূর্ববর্তী গণগ্রেফতারের প্রতিবাদের ভিডিওকে সাম্প্রতিক সময়ে প্রতিবাদের দাবিতে...

Fact Check: ৫ আগস্ট পূর্ববর্তী গণগ্রেফতারের প্রতিবাদের ভিডিওকে সাম্প্রতিক সময়ে প্রতিবাদের দাবিতে প্রচার

Claim

সম্প্রতি ফেসবুকে মাইটিভি লোগোসহ একটি ভিডিও প্রচারিত হচ্ছে, যেখানে শিরোনাম দেওয়া হয়েছে “গণহত্যা শেষ, এখন শুরু গণ গ্রেফতার”। ভিডিওতে একজন নারীকে গণ গ্রেফতার এবং মোবাইল চেকের প্রতিবাদ করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “…সবাই বুঝতেছে আগেই ভালো ছিলাম” এবং দাবি করা হয়েছে যে, নারীটি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গণ গ্রেফতার ও মোবাইল চেকের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

আগস্ট

Fact

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিস্তারিত যাচাই করতে গিয়ে দেখা যায় যে, মাইটিভির ইউটিউব চ্যানেলে গত ৩ আগস্ট তারিখে “গণহত্যা শেষ, এখন শুরু হয়েছে গণগ্রেপ্তার” শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। আলোচিত দাবির ভিডিওটির সাথে ওই ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। 

ভিডিওটির ক্যাপশনে কোটা আন্দোলনের হ্যাশট্যাগ লক্ষ্য করা যায়, যা ইঙ্গিত করে যে এটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। 

উল্লেখযোগ্যভাবে, এই ভিডিওটি ৩ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছিল। আরও যাচাইয়ের জন্য আমরা ইউটিউব ভিডিও মেটাডাটা চেকারের সাহায্যে বিষয়টি নিশ্চিত করেছি।

MW YouTube Metadata Viewer result | Image by Newschecker

অর্থাৎ, তখনও (৩ আগস্ট) আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং ৫ আগস্টে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সরকার। 

তাছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় গত ৮ আগস্ট তারিখে। এ থেকে স্পষ্ট যে, ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার নয় বরং ভিডিওটিতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা বা প্রতিবাদ করা হয়েছে ।

উল্লেখযোগ্যভাবে, কোটা আন্দোলন চলাকালীন বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণহারে গ্রেফতারমোবাইল চেক করার অভিযোগ একাধিকবার উত্থাপিত হয়েছিল। প্রচারিত ভিডিওটির প্রেক্ষাপট সেই সময়ের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা ইঙ্গিত করে যে ভিডিওটির প্রসঙ্গও সেই সময়ের আন্দোলন ও সরকারের প্রতি প্রতিবাদকে ঘিরেই করা। 

সুতরাং, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণগ্রেফতার ও মোবাইল চেক করার অভিযোগ তুলে একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদের ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে, যা আসলে মিথ্যা।

Result: False

Our Sources
MyTv YouTube Channel 
BBC News
The Daily Star


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular