মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024

HomeFact CheckFact Check: ইয়েমেনের গ্যাস স্টেশন বিস্ফোরণের ভিডিওকে ইরানে ইসরায়েলি হামলার দৃশ্য দাবিতে...

Fact Check: ইয়েমেনের গ্যাস স্টেশন বিস্ফোরণের ভিডিওকে ইরানে ইসরায়েলি হামলার দৃশ্য দাবিতে প্রচার

Claim

গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে, ১ অক্টোবর ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরণের ভিডিও ইসরায়েলের স্থাপনায় ইরানের হামলা দাবিতে প্রচারিত হচ্ছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

ভিডিওটির সত্যতা যাচাই করতে কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চীনা গণমাধ্যম China Global Television Network (CGTN)-এর ইউরোপ শাখার ইউটিউব চ্যানেল CGTN Europe-এ গত ৩১ আগস্ট Deadly gas station explosion rocks Aden, Yemen শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে যে, ইসরায়েল যে ভিডিওটি দাবি করে প্রচার করছে তার সঙ্গে উক্ত ভিডিওটির যথেষ্ট মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছে। 

ভিডিওটির বিস্তারিত বিবরণ অনুযায়ী জানা যায় যে, এই ভিডিওটি ইয়েমেনের অ্যাডেন শহরের মনসুরা এলাকায় একটি গ্যাস স্টেশনে সংঘটিত দুর্ঘটনার। উক্ত গ্যাস স্টেশনের বিস্ফোরণে প্রায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

Read More: ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে প্রচারিত কফিনের এই ছবিটি বাস্তব ঘটনার নয়

পরবর্তীতে, উক্ত বিষয়টি নিয়ে আলজাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উল্লেখ্য, ইরান কর্তৃক ইসরায়েলে হামলায় নিহতদের বিষয়ে BBC-এর ২ অক্টোবরের প্রতিবেদনে জানা যায়, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে একজন নিহত হয়েছেন। এছাড়া, The Guardian-এর ১ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, জাফাতে গুলি ও ছুরি হামলায় ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

সুতরাং, ইয়েমেনের গ্যাস স্টেশন বিস্ফোরণের ভিডিওকে ইরানের উপর ইসরায়েলের হামলার ভিডিও হিসেবে দাবি করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

Result: Missing Context

Our Sources
CGTN Europe
Aljazeera Arabic 
Anadolu Agency


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular