Claim– জাতি সংঘে ভাষণ দিতে যাচ্ছে শেখ হাসিনা
Fact– শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়ার ভিডিওগুলো গত বছরের
শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে গিয়েছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওগুলোতে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কিছুক্ষণ পর জাতিসংঘে ভাষণ দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, ‘এই মাত্র পাওয়া খবর জাতিসংঘে বৈঠক করছেন শেখ হাসিনা’, ‘জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনা, ড ইউনুস নিজেই পদত্যাগ করেছেন’, ‘২৬ তারিখে দেশে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘের নির্দেশ’, ‘জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিবেন শেখ হাসিনা’ ইত্যাদি। ভিডিওগুলো দেখুন- এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
শেখ হাসিনা সাম্প্রতিক জাতিসংঘে অধিবেশনে ভাষণ দিবেন/দিচ্ছেন দাবিটির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ পরিচালনায় জানা যায় দাবিটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।
ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হয়। এবং সেনাবাহিনীর প্রোটোকলে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দেশ টিভি।
পরবর্তীতে ড মুহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। প্রতিবেদন দেখুন এখানে- নিউজ২৪, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। অতঃপর বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
সম্প্রতি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড মুহাম্মদ ইউনুস গত ২৪ সেপ্টেম্বর দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এই ঘটনার সূত্র ধরে সম্প্রতি শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে যোগ দান, বাংলায় ভাষণ, যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে নানান ভিডীও টিকটক সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিভার্স ইমেজ সার্চ ও কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে জানা যায় যে, ভাইরাল ভিডিওগুলো প্রতিটিই বিগত ৭৫, ৭৭ ও ৭৮ তম অধিবেশনে ভাষণ দেয়ার ভিডিও। শেখ হাসিনা আমলের জাতিসংঘে অধিবেশনের কিছু প্রতিবেদন দেখুন এখানে- ৭৫ তম জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনা- (১, ২ ও ৩); ৭৭ তম অধিবেশনে শেখ হাসিনার ভাষণ- (১ ও ২, ৩); ৭৯ তম অধিবেশনে শেখ হাসিনা- (১,২ ও ৩)।
শেখ হাসিনা ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৩ পর্যন্ত মোট ১৯ বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন। সে বিষয়ে ২ টি বইও বের করা হয়। একাত্তর টিভি।
অপরদিকে, ড মুহাম্মদ ইউনুস গত মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট জো-বাইডেন এর সাথে বৈঠক করেন। একই সাথে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথে বৈঠক করেন। এছাড়াও সাক্ষাত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে। বিবিসি বাংলা, এটিএন বাংলা।
এবং আজ ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দিবেন। দেখুন এখানে- দেশ টিভি, ইনকিলাব।
অতএব, শেখ হাসিনার জাতিসংঘের ৭৯ তম অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার দাবিটি সত্য নয়।
Conclusion
শেখ হাসিনার ৭৯ তম জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়ার দাবিতে প্রচারিত ভিডিওগুলো বিগত বছরের।
Result: False
Our Sources
Newschecker’s Own Analysis