শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: আলজেরিয়ার যুদ্ধের সময়কার ছবিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ছবি দাবিতে প্রচার 

Fact Check: আলজেরিয়ার যুদ্ধের সময়কার ছবিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ছবি দাবিতে প্রচার 

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ছবি হিসেবে প্রচারিত হচ্ছে, যেখানে কয়েকজন সৈন্যকে এক নারীকে হেনস্তা করতে দেখা যাচ্ছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

আলজেরিয়া

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত ছবি, স্ক্যান এবং নথিপত্রের মিডিয়া উৎস PICRYL এ ‘ Algerian woman sexually assaulted by the French army.’ শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Picryl

পরবর্তীতে, উইকিপিডিয়ার শাখা উইকিমিডিয়া কমনস এর ওয়েবসাইটে “File:Algerian woman sexually abused by the French army.jpg“ শিরোনামে প্রকাশিত হুবুহু একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from Wikimedia Commons

ছবিটির বিবরণ থেকে জানা যায়, এটি ১৯৫৪ থেকে ১৯৬০ সালের মধ্যে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় তোলা হয়, যেখানে ফরাসি সৈন্যরা এক আলজেরিয়ান নারীকে যৌন নির্যাতন করছে। 

Read More: শেখ হাসিনার দেশে ফিরেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

পাশাপাশি, উক্ত ছবিসহকারে একই তথ্য জানানো হয়েছে আলজেরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম আলজেরিয়া টাইমসে, দেখুন এখানে। 

উল্লেখ্য, ভাইরাল হওয়া ছবিতে থাকা পাকিস্তানি জেনারেল নিয়াজির বক্তব্য সম্পর্কিত দাবিটি যাচাই করার জন্য অনুসন্ধান করা হলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ফরাসি সৈন্যদের দ্বারা আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় একজন আলজেরিয়ান নারীকে যৌন নির্যাতনের এই ছবিটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের ছবি হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

Result: False

Our Sources
Picryl
Wikimedia Commons 
Algeria Times


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular