শুক্রবার, অক্টোবর 18, 2024
শুক্রবার, অক্টোবর 18, 2024

HomeFact CheckFact Check: ডিবি প্রধান হারুন অর রশীদ এর বরখাস্ত হওয়ার দাবিটি ভুয়া

Fact Check: ডিবি প্রধান হারুন অর রশীদ এর বরখাস্ত হওয়ার দাবিটি ভুয়া

Claim- ডিবি প্রধান হারুন-অর রশিদ বরখাস্ত হয়েছেন
Fact- বরখাস্ত হওয়া হারুন-অর রশিদ পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার ছিলেন। ডিবি প্রধান নয়। 

ডিবি প্রধান হারুন-অর রশীদ বেনজির আহমেদের মতোই চাকুরি হারালেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। পোস্টটির অডিওতে বলা হচ্ছে ডিবি প্রধান হারুন-অর রশিদ চাকুরিচ্যুত হলেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই ঘোষণা দেয়। ভিডিওটি দেখুন এখানে- টিকটক। ভিডিওটির স্ক্রিনশট দেখুন নিচে-

ss of the viral post on TikTok

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

ডিবি প্রধান হারুন অর রশিদ এর সাময়িক বরখাস্ত হওয়ার দাবিটির সত্যতা যাচাই করতে গুগল কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সংশ্লিষ্ট একটি প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনগুলো দেখুন এখানে- প্রথম আলো, বাংলা ট্রিবিউনদ্যা ডেইলি স্টার বাংলা।  

বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ কে তিনজন ছাত্রলীগ নেতাকে মারধর করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সাময়িক বরখাস্তের সিদ্ধান্তে উপনীত হয়। ১১ই সেপ্টেম্বর,২০২৩ সালে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন নাইম ও শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় ধরে এনে এডিসি হারুনের নির্দেশে এক দল পুলিশ নির্যাতন চালায়। 

কাকতালীয়ভাবে, এডিসি হারুন অর রশিদ এর নাম ডিবি প্রধান ও আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ এর সাথে মিলে যায়। এই সংযোগকে কাজে লাগিয়েই মুলত গুজবটি ছড়ানো হয়। এদিকে ডি আই জি হারুন অর রশিদ এখনো বাংলাদেশ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

Conclusion

অতএব, বরখাস্তকৃত হারুন অর রশিদ নামের কর্মকর্তা গোয়েন্দা সংস্থার প্রধান হারুন অর রশিদ নন । তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার(এডিসি) হারুন ওর রশিদ।  

Result: False

Our Sources: 
প্রথম আলো, বাংলা ট্রিবিউনদ্যা ডেইলি স্টার বাংলা।  


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular