শনিবার, অক্টোবর 12, 2024
শনিবার, অক্টোবর 12, 2024

HomeFact CheckFact Check: তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমন কোনো গান পরিবেশন...

Fact Check: তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমন কোনো গান পরিবেশন করেননি 

Claim
এই সোনার বাংলা জ্বালাইয়া দিলো শেখের বেটি হাসিনা গেয়েছেন হাছান মাহমুদ
Fact
তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এর বধু মিছে রাগ করো না গানটি গাওয়ার ভিডিওটি এডিট করে প্রচার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এর গান পরিবেশনার একটি ভিডিওতে “সোনার বাংলা জাল্বাইয়া দিলো শেখের বেটী হাসিনা” সহিত প্রচার করে দাবি করা হচ্ছে এই গানটি তিনি গেয়েছেন এবং এর লেখক ওবায়দুল কাদের। টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

হাছান

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে RTV Music এর অফিশিয়াল চ্যানেলে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে “Bodhu Miche Raag Korona | বধু মিছে রাগ করো না | Hasan Mahmud” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় হাছান মাহমুদ বধু মিছে রাগ করো না গানটি গেয়েছেন। 

তাছাড়া, ভাইরাল ভিডিওতে যুক্ত গানটিকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে One Olus নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালে ২৯ নভেম্বরে প্রকাশিত ভিডিওটিতে মূল গানটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর ডেসক্রিপশনে গায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে বাউল মদন কুমার। 

Conclusion

তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এর বধু মিছে রাগ করো না গানটি গাওয়ার মূল ভিডিওটি এডিট করে এই সোনার বাংলা জ্বালাইয়া দিলো শেখের বেটি হাসিনা গেয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
RTV Music YouTube Channel
One Olus YouTube Channel


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular