শুক্রবার, অক্টোবর 11, 2024
শুক্রবার, অক্টোবর 11, 2024

HomeFact CheckFact Check: হযরত মোহাম্মদ (সাঃ) এর উদাহরণ টেনে ভাইরাল ইয়াসির আদ দৌসারির...

Fact Check: হযরত মোহাম্মদ (সাঃ) এর উদাহরণ টেনে ভাইরাল ইয়াসির আদ দৌসারির মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে হযরত মোহাম্মদ (সাঃ) এর উদাহারণ টেনে মুসলমানদের সমস্যা নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ও দোয়া বিষয়ে মসজিদুল হারামের ইমাম শায়খ ইয়াসির আদ দৌসারির মন্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয় শায়খ ইয়াসির আদ দৌসারি বলেছেন “কেবলমাত্র দোয়া করার মাধ্যমেই যদি মুসলিমদের সমস্যাগুলোর সমাধান হয়ে যেতো, তাহলে রাসূলুল্লাহ ﷺ কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না; অথচ তিনিই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াহ“। এমন দাবিতে ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে। 

মোহাম্মদ

নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ইয়াসির আদ দৌসারি কোথাও এমন মন্তব্য করেছেন কিনা তা জানতে কি-ওয়ার্ড সার্চ করে সৌদি আরব কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন তথ্য মেলেনি। 

তাছাড়া, গত ০৪ মে মসজিদুল হারাম ও মসজিদে নববীর একটি সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে বলা হয়, গ্র্যান্ড মসজিদের ধর্ম বিষয়ক উপ-প্রধান বদর আল শেখ বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে দুটি পবিত্র মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য কোনও অ্যাকাউন্ট নেই বলে নিশ্চিত করেছেন। তিনি এও বলেছেন যে এই ভুয়া অ্যাকাউন্টগুলোতে যা প্রকাশিত হয় তা সব অবৈধ।

উল্লেখ্য, ইমাম হিসেবে চার বছরের চুক্তি শেষ হওয়ার পর, ইয়াসিরকে ২০২৩ সালের অক্টোবরে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রেসিডেন্সির সভাপতি আবদুর রহমান আস-সুদাইসের নির্দেশে ২০২৪ সালের ৬ মার্চ, তাকে পুনরায় মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অর্থাৎ, শায়খ ইয়াসির আদ দৌসারি এর সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট নেই নিশ্চিত হওয়া যায় এবং এমন কোনো মন্তব্য তিনি করেননি। 

Result: False

Our Sources
Newschecker own analysis
Presidency of Religious Affairs at the Grand Mosque and the Prophet’s Mosque 
Haramainsharifain


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular