রবিবার, নভেম্বর 24, 2024
রবিবার, নভেম্বর 24, 2024

HomeFact CheckFact check: খালেদা জিয়ার লন্ডনে ঈদ পালনের দাবিতে পুরনো সংবাদ প্রচার

Fact check: খালেদা জিয়ার লন্ডনে ঈদ পালনের দাবিতে পুরনো সংবাদ প্রচার

Claim- লন্ডনে ঈদ পালন করলেন খালেদা জিয়া 
Fact- বেগম খালেদা জিয়ার ঈদ পালনের ঘটনাটি সাম্প্রতিক নয়।

খালেদা জিয়া লন্ডনে ঈদ পালন করে সেখানে থাকা বিএনপি সমর্থকদের সাথে আলোচনা করেন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচারিত হচ্ছে। ভিডিওটিতে একটি প্রতিবেদন ব্যবহার করা হচ্ছে যেখানে বলা হচ্ছে এবার লন্ডনে ঈদ পালন করলেন খালেদা জিয়া। ভিডিওটি ঈদ-উল আজহার দিন তথা ১৭ই জুন,২০২৩ তারিখে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন এখানে। 

ss of the viral post taken from tiktok

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

খালেদা জিয়ার লন্ডনে ঈদ পালন দাবিতে প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করতে গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে টিকটকে ব্যবহৃত একই প্রতিবেদন সম্বলিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লন্ডনে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা’ শিরোনামে আপলোড করা হয়। প্রতিবেদনটি ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়। 

এছাড়াও বর্তমানে বেগম খালেদা জিয়া শারিরীকভাবে অসুস্থ অবস্থায় আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রেস ব্রিফিংয়ে জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া। রয়েছে প্রাণহানির শংকা। ইউনাইটেড হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি আরও জানান, আগামী ২৯ জুন বেগম জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচী পালন করবে বিএনপি। পরবর্তীতে ১ ও ৩ জুলাই মহানগর ও জেলা পর্যায়েও এই কর্মসূচী পালন করা হবে। প্রতিবেদন দেখুন এখানে- বাংলা ভিশন, যমুনা টিভি। 

Conclusion 

অতএব, খালেদা জিয়ার লন্ডনে ঈদ পালন দাবিতে প্রচারিত ভিডিওটি আট বছর পুরনো। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। 

Result: False

Our Sources: 
মূল ভিডিও: ‘লন্ডনে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা’
বাংলা ভিশন, যমুনা টিভি


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular