মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 3, 2024

HomeFact CheckFact Check: যশোরের রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

Fact Check: যশোরের রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

Claim

সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু জেলায় সম্প্রতি রাসেল’স ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি শিশুর ছবি প্রচার করে দাবি করা হয়েছে সম্প্রতি যশোরে এই শিশুটি বাড়ির উঠানে খেলার সময়ে রাসেল ভাইপারের কামড়ে মারা গিয়েছে। 

রাসেল

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে আলোচিত ভিডিও হতে শিশুটির ছবি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ অক্টোবরে উক্ত শিশুর ছবি সম্বলিত প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Jugantor website

প্রতিবেদনটি হতে জানা যায়, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটি কোন সাপের কামড়ে মারা গেছে তা উল্লেখ করা হয়নি।

Read More: ভারতের পাঞ্চেত বাঁধের পুরোনো ভিডিওকে ফারাক্কা বাঁধের দাবিতে প্রচার

একই তথ্য খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক অবজারবার বিডির প্রকাশিত প্রতিবেদনেও।  

তাছাড়া, রাসেল’স ভাইপারের আক্রমণে সম্প্রতি যশোরের নওয়াপাড়া কারো মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে গণমাধ্যম এবং স্থানীয় সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত যশোর জেলায় রাসেল ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।

Result: False

Our Sources
Jugantor 
Observerbd
Channel24 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular