রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact check: রাশিয়া-উ. কোরিয়া, বাংলাদেশ ও তুরস্ক কি ফিলস্তিনকে সামরিক সাহায্য পাঠিয়েছে?...

Fact check: রাশিয়া-উ. কোরিয়া, বাংলাদেশ ও তুরস্ক কি ফিলস্তিনকে সামরিক সাহায্য পাঠিয়েছে? দাবিগুলোর সত্যতা জানুন

Claim– রাশিয়া-উ. কোরিয়া, বাংলাদেশ ও তুরস্ক কি ফিলস্তিনকে সামরিক সাহায্য প্রেরণ করেছে
Fact– প্রকৃতপক্ষে এসকল তথ্যের কোনটিরই ভিত্তী নেই। এবং আনুষ্ঠানিক ভাবে এমন কোন তথ্য পাওয়া যায় নি আন্তর্জাতিক গণমাধ্যমে।

ইসরায়েল-ফিলিস্তিন এর সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে গত ৭ই অক্টোবর থেকেই সরব গণ ও সামাজিক যোগা্যোগ মাধ্যমগুলো। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ প্রচার ও ভুয়া তথ্যও ছড়িয়ে পড়ছে এই সংঘর্ষকে কেন্দ্র করে। কোথাও বলা হচ্ছে ‘বাংলাদেশ থেকে সৈন্য পাঠানো হচ্ছে,’ কোথাও বলে হচ্ছে ৭০০ বিমান পাঠানো হচ্ছে আবার কোথাও বলা হচ্ছে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল পাঠানো হচ্ছে। ভাইরাল এই পোস্টগুলো দেখুন এখানে- টিকটক,টিকটক,টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে- 

ramjan kadyrov and Putin’s old meeting claimed as new meeting for helping the Palestinians
courtesy: TikTok/User
Faraz Karim’s old meeting with Palestine’s ambassador in Bangladesh claimed as recent meeting for helping the Palestinians
courtesy: TikTok/User
SS of the virlal post of Erdogan’s video claims he will make Israel unrestful if another child killed in Palestine
Courtesy: TikTok User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে ভাইরাল হওয়া দাবিগুলো মিথ্যা। 

Fact check/ Verification 

গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় টিকটকে ভাইরাল হওয়া উপরিউল্লিখিত দাবিগুলো সঠিক নয়। প্রথমত, দুটি ভিডিওতে বলা হচ্ছে () বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য ৭০০ বিমান পাঠানো হয়েছে ও বাংলাদেশের প্যারাকমান্ডো পাঠানো হচ্ছে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের সমর্থন করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেও এ ধরণের কোন সাহায্য তথা সৈন্য বা যুদ্ধ বিমান পাঠানোর প্রতিবেদন বা প্রমান পাওয়া যায় নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের সমর্থন করে বলেন, “মুসলিম উম্মাহর সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত।” প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার। 

অপর একটি ভিডিওতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর একটি ভিডিও সংযুক্ত করে দাবি করা হচ্ছে ‘আর একটি ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হলে, ইজরায়েলের শান্তি নষ্ট করে দিবে তুরস্ক।’ ভাইরাল এই ভিডিওটি সম্প্রতি ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ চলাকালীন আপলোড করা হয়। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে একটি ছবি রয়েছে। ছবিতে একটি শিশুকে সমুদ্র তীরে মৃত অবস্থায় শায়িত দেখা যাচ্ছে। অনুসন্ধান করে দেখা যায় প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে থাকা ছবিটি সিরিয়ার এলান কুর্দি নামক শিশুর যে তার পরিবারের সাথে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাচার জন্য তুরস্ক থেকে সাগর পথে গ্রিসে যাচ্ছিলো। এবং পথিমধ্যে ডুবে গিয়ে প্রাণ হারান। প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ

মুল ভিডিওটি অনুসন্ধান করতে গেলে আমরা এরদোয়ানের জাতিসংঘের ৭৪ তম সাধারণ পরিষদে বক্তব্য রাখার একটি মুহুর্তের ভিডিও পাই যেখানে তিনি পৃথিবীকে আলান কুর্দির মর্মান্তিক হত্যার কথা পৃথিবীকে মনে করিয়ে দেন। টিআরটি ওয়ার্ল্ড। সুতরাং ভিডিওটি ফিলিস্তিনি শিশুদেরকে নিয়ে দেয়া কোন বক্তব্য না। 

আরেকটি ভিডিওতে দেখা যায় ফারাজ করিম চৌধুরী, ফিলিস্তিনিদের খাবার, ওষুধ ও অন্যান্য জিনিসপত্র দিয়ে সাহায্য করছেন। টিকটকে ভিডিওটি সম্প্রতি আপলোড করা হলেও অনুসন্ধান করে দেখা যায় ফারাজ করিমের ফিলিস্তিনকে সাহায্য পাঠানোর ঘটনাটি সম্প্রতি নয়। ২০২১ সালের মে মাসের দিকে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনকে সাহায্য করার লক্ষ্যে ফারাজ করীম চৌধুরী নিজ উদ্যোগে জনগণকে সাথে নিয়ে সাহায্য পাঠানোর ব্যবস্থা করেন। এই সাহায্য তিনি বাংলাদেশে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামাদান এর নিকট হস্তান্তর করেনবারিধারার ফিলিস্তিন দুতাবাসে। প্রতিবেদন দেখুন এখানে- ঢাকা পোস্ট, সমকাল। 

অন্য এক ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিও সংযুক্ত করে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছে ‘ফিলিস্তিনের দিকে হয়ে যুদ্ধ করতে কি চাও তোমরা, আমি তা ই দিবো।’ প্রকৃতপক্ষে ভিডিওটি গত মার্চে চেচেন প্রধান রামাজান কাদিরোভ এর সাথে পুতিনের বৈঠকের।মুল ভিডিও দেখুন এখানে- NEWS18. যা ফিলিস্তিন-ইজরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের সময়কালের পুর্বের ঘটনা। 

সর্বশেষ একটি ভিডিওতে উত্তর কোরিয়ার মিলিটারি প্যারেডের একটি ভিডিও দিয়ে বলা হচ্ছে উত্তর কোরিয়া আমেরিকাকে হুশিয়ারি দিয়ে ফিলিস্তিনের জন্য ১২টি ব্যলিস্টিক মিসাইল পাঠিয়েছে। প্রকৃতপক্ষে দাবিটি মিথ্যা। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সামরিক সাহায্য দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও, ফিলিস্তিনকে সরাসরি ব্যলিস্টিক মিসাইল পাঠানোর কোন প্রতিবেদন না তথ্য দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায় নি। NBC News, Al-Jazeera

Conclusion: 

সুতরাং, ভাইরাল হওয়া ভিডিওগুলোতে ইজরায়েল-ফিলিস্তিন-এর সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে প্রচারিত দাবিগুলো সত্য নয়। 

Result: False

Our Sources: 
NBC News, Al-JazeeraNEWS18, ঢাকা পোস্ট, সমকাল, টিআরটি ওয়ার্ল্ডদ্যা ডেইলি স্টার। 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular